#মুম্বই: লোক সংস্কৃতির সঙ্গে যুক্ত প্রচুর মানুষ আটকে রয়েছেন গ্রামে৷ গান গেয়ে পয়সা রোজগার তো দূরের কথা, তারা কোনওভাবে দু’বেলা দু’মুঠো খেতে পারছেন কিনা, তাই জানা নেই৷ তাদের জন্য অর্থ সাহায্যে এবার বিশেষ উদ্যোগ নিল দেশের তাবড় শিল্পীরা৷ যার মধ্যে রয়েছে শঙ্কর মাধবন, অমিত ত্রিবেদী, পাপন, বিশাল দাদলানি সহ আরও ২০ জন নামী শিল্পী৷ ডিজিটাল প্ল্যাটফর্মে তারা অনুষ্ঠান করবেন এবং সেখান থেকে উঠে আসা টাকা তারা তুলে দেবেন লোক শিল্পীদের হাতে৷ অনুষ্ঠানটি শুরু হয়েছে ২৪ এপ্রিল থেকে এবং লকডাউনের শেষ দিন পর্যন্ত চলবে৷
বাজার বন্ধ, তাই কোনও অনুষ্ঠানও হচ্ছে না৷ ফলে কোনও টাকাও উপার্জন হচ্ছে না লোক শিল্পীদের৷ অনেকেই আটকে রয়েছেন গ্রামে৷ তাই তাদের এবং তাদের পরিবারের জন্য এভাবে এগিয়ে আসছেন সকলে৷ ডিজিটাল মিউজিক সংস্থা বিলিভ এন্টারটেইনমেন্ট ও স্বেচ্ছাসেবি সংস্থা আনাহাদ ফাউন্ডেশনের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ যাতে সামিল হয়েছে অন্য শিল্পীরা৷ অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে লেটস ফোক টুগেদার৷