#মুম্বই: একটা মৃত্যু যেন পরপর অনেকগুলো দরজা খুলে দিচ্ছে । টেনে খুলে দিচ্ছে সারি সারি ভালমানুষের মুখোশ গুলো । সুশান্তের মৃত্যুর প্রায় দু’সপ্তাহ হতে চলল । বলিপাড়ার অন্দরের তরজা থামছে না কিছুতেই ।
স্বজনপোষণ, ব্ল্যাকলিস্টেড করে দেওয়া, হুমকি, উন্নাসিকতা, স্বার্থপরতা...বারবার বি-টাউনের অন্ধকারময় অধ্যায়গুলো মাটির নীচ থেকে বেরিয়ে আসছে গলগল করে । এ বার বলিউডের স্বনামধন্য দুই প্রযোজনা সংস্থা ও তার নামকরা দুই কর্ণধারের বিরুদ্ধে মুখ খুললেন প্রয়াত তারকা ইন্দর কুমারের স্ত্রী পল্লবী কুমার ।
‘ধর্মা প্রডাকশন’ ও ‘রেড চিলিস’-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন পল্লবী । একটি ইনস্টাগ্রাম পোস্টে একসময়ের জনপ্রিয় নায়ক, তাঁর স্বামী ইন্দর কুমার ও শাহরুখ খানের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন বলিউডে নেপোটিজম কতটা ভয়ঙ্কর । তিনি লেখেন, ২০১৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্দর কুমার মারা যাওযার আগে বারবার করণ জোহর ও শাহরুখ খানের কাছে কাজ চাইতে গিয়েছিলেন তিনি । ইন্দর তখন ছোটখাট কিছু কাজ করছিলেন । কিন্তু তিনি অর্থকষ্টে ভুগছিলেন । ফলে নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক এই দু’জনের কাছে কাজের জন্য যান । দু’ঘণ্টা বসে থাকার পর করণের ম্যানেজার গরিমা এসে তাঁদের বলেছিলেন, পরিচালকমশাই এখন ব্যস্ত আছেন । তাও তাঁরা করণের জন্য অপেক্ষা করতে থাকেন । এরপর তাঁদের বলা হয়, গরিমার সঙ্গে যোগাযোগ রাখতে । সে দিনের পর থেকে টানা ১৫ দিন গরিমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন ইন্দর ও পল্লবী । এরপরেই তাঁদের নম্বর ব্লক করে দেওয়া হয় ।
একই ঘটনা ঘটে শাহরুখ খানের ক্ষেত্রেও । সে সময় কিং খান জিরোর শ্যুটিং করছিলেন । শাহরুখের সেক্রেটারি পূজা তাঁদের বলেন ফোনে যোগাযোগ রাখতে । তারপর সেখানেও তাঁদের নম্বর ব্লক করে দেওয়া হয় ।