corona virus btn
corona virus btn
Loading

বন্দুক হাতে লতা মঙ্গেশকর ! বাড়িতে সিআইডি টিম !

বন্দুক হাতে লতা মঙ্গেশকর ! বাড়িতে সিআইডি টিম !
photo source Instagram

ছবিতে সিআইডি অফিসারকেও দেখা গেছে তাঁর সঙ্গে।

  • Share this:

#মুম্বই: লতা মঙ্গেশকর তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আজ একটি ছবি শেয়ার করেন। সেখানে তিনি বন্দুক ধরে রয়েছেন। এই ছবিতে সিআইডি অফিসারকেও দেখা গেছে তাঁর সঙ্গে। ছবি দেখার সঙ্গে সঙ্গে লতার ফ্যানেরা এই ছবিকে ভাইরাল করে দেয়। কিন্তু তাঁর হাতে বন্দুক কেন?

যদিও এটা নিছকই এক পুরোনো স্মৃতি। লকডাউনে ঘরে বন্দি হয়ে নিজের জীবনের কিছু পছন্দের স্মৃতি লতা তাঁর ফ্যানেদের সঙ্গে শেয়ার করেছেন। লতা টিভি তেমন দেখেন না। কিন্তু 'সিআইডি' সিরিয়ালের ভক্ত। সব কাজ বাদ দিয়ে এই সিরিয়াল তাঁর দেখা চাইই চাই। গোটা সিআইডি টিমের অভিনেতাদেরও তাঁর খুব পছন্দ। লতার বাড়িতে সিআইডি টিম গিয়েছিলেন তাঁর সঙ্গে দেখা করতে ২০১৩ সালে। এই ছবি সেই সময়কার। এসিপি প্রদুম্ন বা অভিনেতা শিবাজি লতার খুব পছন্দের। তাঁর সঙ্গেই নিজের েই মজার ছবিটি শেয়ার করেছেন তিনি। গোটা টিমের সঙ্গে ছবি শেয়ার করে তিনি লেখেন, "সিআইডি টিমের সঙ্গে আমার এই ছবিটি খুব প্রিয়।"

 
 
View this post on Instagram
 

Mera ek pasandida photo CID team ke saath.

A post shared by Lata Mangeshkar (@lata_mangeshkar) on

 
View this post on Instagram
 

A post shared by Lata Mangeshkar (@lata_mangeshkar) on

Published by: Piya Banerjee
First published: April 21, 2020, 8:20 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर