হোম /খবর /বিনোদন /
প্রিয় পঞ্চমের জন্মদিনে, ছবি শেয়ার করে, স্মৃতি পথে হাঁটলেন লতা মঙ্গেশকর !

প্রিয় পঞ্চমের জন্মদিনে, ছবি শেয়ার করে, স্মৃতি পথে হাঁটলেন লতা মঙ্গেশকর !

photo source collected

photo source collected

আর ডি বর্মনের জন্মদিনে শুভেচ্ছা জানালেন লতা মঙ্গেশকর!

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: রাহুল দেব বর্মন। সবার প্রিয় আর ডি বর্মন। ১৯৫০-এর দশকে বলিউডের গানের জগতে তাঁর প্রথম পা রাখা। বলিউডে গানের ধারাটাই বদলে দিয়েছিলেন তিনি। তাঁর সুরের ছোঁয়ায় প্রায় সব গানটি সুপারহিট। সময়ের চৌকাঠ পেরিয়ে যে সব গান আজও সমান জনপ্রিয়। সুরের সম্রাট শচীন দেব বর্মনের ছেলে হিসেবে তাঁর থেকে মানুষের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। কিন্তু ধীরে ধীরে তিনি তৈরি করে ফেললেন নিজের সুরের রাজ্য । উস্তাদ আলি আকবর খান এবং আশিষ খানের যোগ্য শিষ্য তিনি। আজ তাঁর জন্মদিন। ১৯৩৯ সালের ২৭ জুন তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই দিনটা তাই গানের রাজার দিন। আজ তাঁর জন্মদিনে অনেকেই তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন।

আর ডি বর্মনের জন্মদিনে শুভেচ্ছা জানালেন লতা মঙ্গেশকরও। পঞ্চমের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখলেন, "নমস্কার। নিজের গান ও মিষ্টি স্বভাবে সকলের মন জয় করা পঞ্চমের আজ জন্মদিন। পঞ্চম নিজের বাবাকে খুব ভালবাসতো। পঞ্চমের সঙ্গে আমার সম্পর্ক একেবারে অন্যরকম ছিল। ও যখনই খুব খুশি হত বা কষ্ট পেত, নিজের মনের কথা আমায় বলতো। পঞ্চমকে আমি সব সময় মনে করি। পঞ্চম এবং ওর গান সব সময় সঙ্গীতপ্রেমিদের মনে রাজ করবে। এ আমার বিশ্বাস।"

Published by:Piya Banerjee
First published:

Tags: Birth Anniversary, Lata Mangeshkar, R D Burman