• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • কেমন আছেন সুরসম্রাজ্ঞী? লতা মঙ্গেশকরকে হাসপাতালে দেখে এসে জানালেন মধুর ভান্ডারকর...

কেমন আছেন সুরসম্রাজ্ঞী? লতা মঙ্গেশকরকে হাসপাতালে দেখে এসে জানালেন মধুর ভান্ডারকর...

 • Share this:

  #মুম্বই: শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর৷ হঠাৎ করে হাসপাতালে ভর্তি হওয়ায় বেড়েছিল উদ্বেগ৷ কিন্তু পরিবারের তরফে জানিয়ে দেওয়া হয় যে বাড়িতে চিকিৎসার কোন ঝুঁকি নিতে চায়নি পরিবার৷ তাই এই সমস্যায় লতাকে হাসপাতালে ভর্তি করেন তারা৷ এবার তাকে হাসপাতালে দেখতে যান পরিচালক মধুর ভান্ডারকর৷

  হাসপাতালে প্রিয় লতাদিকে দেখে সুরসম্রাজ্ঞীর শারীরিক অবস্থার কথা জানালেন তিনি৷ নিজের ইনস্টাগ্রামে তিনি লিখলেন যে লতা মঙ্গেশকরের অবস্থা এখন অনেকটা ভাল৷ তিনি স্থিতিশীল৷ সব রকম চিকিৎসায় সাড়াও দিচ্ছেন লতা মঙ্গেশকর৷ তাই তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরবেন বলেই আশা সকলের৷ লতা মঙ্গেশকরের অসুস্থতায় দেশজুড়ে শুরু হয় প্রার্থনা৷ তারই ফল মিলেছে বলে জানিয়েছেন মধুর ভান্ডারকর৷

  First published: