• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • BOLLYWOOD KURKURE UNVEILS ITS NEW BRAND MANTRA SIGNS TAAPSEE PANNU AS ITS BRAND AMBASSADOR

বাড়ির বাইরে কাজে মানা, শাশুড়িকে জব্দ করলেন তাপসী পান্নু, দেখুন কুরকুরে ভিডিও

বিজ্ঞাপনে তাপসী ৷

কুরকুরেতে কামড় দিতে দিতে বুদ্ধিতে শান দিলেন অভিনেত্রী ৷ বেসুরো গলায় গান গাওয়া শুরু করলেন তিনি ৷ আর এতেই শাশুড়ি মায়ের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় ৷

 • Share this:

  #মুম্বই: বিয়ে হয়ে গিয়েছে অভিনেত্রী তাপসী পান্নু’র ৷ তবে বাইরে গিয়ে কাজ করা চলবে না ৷ শাশুড়ির কড়া ফতোয়া ৷ এর মাঝেই বাড়িতে এল খুশির খবর ৷ নিউজ অ্যাঙ্করের চাকরি পেয়ে গিয়েছেন তাপসী ৷ স্বামী বেজায় খুশি ৷ তাতে কী! ওই যে কড়া শাশুড়ির নিদান,‘‘চাকরি ছেড়ে, বাড়িতে বসেই কোনও কাজ কর ৷’’

  শাশুড়ির মুখের উপর কথা তো বলা যাবে না ৷ তবে আর কী করা ? কুরকুরেতে কামড় দিতে দিতে বুদ্ধিতে শান দিলেন অভিনেত্রী ৷ বেসুরো গলায় গান গাওয়া শুরু করলেন তিনি ৷ আর এতেই শাশুড়ি মায়ের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় ৷ এরপর শাশুড়ির নির্দেশ, ‘‘তুমি ছবি আঁক’’৷ এরপরই শাশুড়ির মুখেই রঙ মাখিয়ে অদ্ভুত কাণ্ড ঘটালেন তাপসী ৷ এ সব কাণ্ডে নাজেহাল হয়ে হাঁফ ছাড়লেন তাপসীর শাশুড়ি ৷ শেষ অবধি বাইরে গিয়ে কাজ করার অনুমতি দিলেন তিনি ৷ এমনই মজার কাহিনি উঠে এসেছে ভারতের সবচেয়ে প্রিয় স্ন্যাক্স ব্র্যান্ড ‘কুরকুরে’-এর বিজ্ঞাপনে ৷

  3

  সমাজ বদলাচ্ছে ৷ মহিলারাও পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন ৷ তবে গৃহবধূরা বাড়ির বাইরে গিয়ে কাজ করবেন ৷ এই বিষয়টি এখনও সমাজের একটা বড় অংশই মেনে নিতে পারেনি ৷ আর এই লড়়াইয়ে এ বার সামিল হল ‘কুরকুরে’৷

  এই বিজ্ঞাপনে অভিনয় করেছেন বলি অভিনেত্রী তাপসী পান্নু ৷ এই ব্র্যান্ডের নতুন ট্যাগলাইন ‘খেয়াল তো চটপটা হ্যায়’৷ এই বিজ্ঞাপনে অভিনয় করা প্রসঙ্গে তাপসী বলেন, ‘‘এই বিজ্ঞাপনে কাজ করতে পেরে আমি প্রচণ্ড খুশি ৷’’

  আরও পড়ুন

  এক বছর হল মা নেই, শ্রীদেবীর বাৎসরিক কাজে আবেগঘন জাহ্নবী ও খুশি

  First published: