corona virus btn
corona virus btn
Loading

বিয়ের পর রোজকার রুটিন কী ? জানালেন খোদ রণবীর

বিয়ের পর রোজকার রুটিন কী ? জানালেন খোদ রণবীর
  • Share this:

#মুম্বই: গত বছর বলিটাউনের আলাউদ্দিন খলজি সেই 'হরণ' করেই নিল ইন্ডাস্ট্রির 'পদ্মাবতী'কে! সাত থেকে সত্তরকে কাঁদিয়ে ইতালির লেক কোমোতে রাজকীয় বিয়ের অনুষ্ঠানে গাটছড়া বাঁধলেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন! আসমুদ্র হিমাচলের স্বপ্নসঙ্গিনী এখন 'সিম্বা' স্টারের ঘরনী! এরপর চার মাস কেটেও গিয়েছে! বিয়ের পর বদলেছে দু’জনেরই জীবন। কিন্তু কতটা? জানালেন খোদ রণবীরই--

সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেন, 'আমি এখন সময় মতো ঘুম থেকে উঠি। সময় মতো খেয়ে নিই। কাজে যাই সময় মতো। আবার ঠিক সময়ে ফিরেও আসি। বিয়ের পর ভাল ছেলে হয়ে গিয়েছি।''

‘গোলিও কে রাসলীলা রামলীলা’র সেটে রণবীর দীপিকার প্রেমের শুরু! ছ'বছর চুটিয়ে প্রেম করেছেন। দীপিকার যাদুতেই কীনা কে জানে, রণবীরই এখন বলিটাউনের সবথেকে তেজি ঘোড়া! যাতেই হাত দিচ্ছেন, সোনা ফলছে! 'সিম্বা’, ‘গাল্লি বয়’ ব্যাপক ব্যবসা দিয়েছে বক্সঅফিসে! এককথায়, 'ফ্লপ' কথাটা যেন তাঁর অভিধানেই নেই! অন্যদিকে দীপিকা ব্যস্ত মেঘনা গুলজারের ‘ছপক’-এর শুটিংয়ে। বিয়ের পর এটাই তাঁর কামব্যাক ফিল্ম।

First published: March 13, 2019, 1:37 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर