#মুম্বই: কাল থেকে চলছে শিবরাত্রি পালনের দিন। বলি থেকে টলির তারকারাও মেতেছেন ভোলেনাথের পুজোতে। সেই পুজো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলেন না বিগ বি। তিনি শিবরাত্রি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তাঁর গাওয়া একটি গান শেয়ার করলেন। শেয়ার হতেই গানটি ফের ভাইরাল হয়। এই গানটি অমিতাভ বচ্চন, অরিজিৎ সিং, শান, শ্রেয়া ঘোষালের গাওয়া 'জয় জয় কেদারা' গানটি। যে গানটি লিখেছেন ও সুর করেছেন কৈলাস খের।
২০১৩তে তীর্থক্ষেত্র কেদারনাথে ঘটে যাওয়া প্রাকৃতি দুর্যোগের কারণে ভয়াবহ ক্ষয়ক্ষতির বিষয়টিই তুলে ধরা হয়েছিল 'বাবা কেদারা' ধারাবাহিকে ১২টি এপিসোডের মাধ্যমে। এই 'বাবা কেদারা' টেলি ধারাবাহিকের প্রমোশনে ২০১৬ সালে গানটি লিখেছিলেন ও সুর দিয়েছিলেন কৈলাস খের। সেই গানে গলা দিয়েছিলেন শাহেনশা অমিতাভ বচ্চন।সেই গানটিই আবার নিজের ট্যুইটারে শেয়ার করলেন অমিতাভ বচ্চন। শুনুন তাঁর সেই ভাইরাল গান।
@SrBachchan @juniorbachchan@earth2angel ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्। उर्वारुकमिव बन्धनान्मृत्योर्मुक्षीय माऽमृतात्॥ ॐ नमः शिवाय कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारम् । सदा बसन्तं हृदयारबिन्दे भबं भवानीसहितं नमामि ।।#MahaShivRatri2020 @premdiplahoti pic.twitter.com/j9vTmbXItB
— 🆎🅴🅵 🇮🇳 गणेश लाहोटी | ɢᴀɴᴇsʜ ʟᴀʜᴏᴛɪ (@ganeshlahoti) February 20, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amitabh Bachchan, Bollywood, Kedara