• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • পারিশ্রমিক নিয়ে গণ্ডগোল ! 'স্ট্রিট ড্যান্সার ৩' থেকে সরে গেলেন ক্যাট!

পারিশ্রমিক নিয়ে গণ্ডগোল ! 'স্ট্রিট ড্যান্সার ৩' থেকে সরে গেলেন ক্যাট!

photo source collected

photo source collected

 • Share this:

  #মুম্বই: রেমো ডি’সুজা পরিচালিত 'স্ট্রিট ড্যান্সার ৩' থেকে সরে গেলেন ক্যাটরিনা কেফ। পারিশ্রমিক নিয়ে বিবাদ এছাড়াও সহ অভিনেতা বরুন ধাওয়ানের সঙ্গে ক্যাটের বয়েসের ফারাক বেশি হওয়ায় ক্যাট কাজ করতে নারাজ ছিলেন। মূলত এই দু’টি কারণে সরে গেলেন ক্যাটরিনা। যদিও এ বিষয়ে ক্যাট তেমন খোলসা করে কিছু বলেননি। তবে, ভরতের পোস্ট প্রোডাকশন ও অন্য দু’টি প্রজেক্ট হাতে থাকায় ডেটের সমস্যা আছে। তাই ওই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন ক্যাটরিনা। কিন্তু, ‘এবিসিডি’ সিরিজের তৃতীয় কিস্তি স্ট্রিট ডান্সার ৩-এর প্রযোজনা সংস্থার তরফ থেকে জানা যাচ্ছে, মূলত পারিশ্রমিক নিয়ে বিবাদের জেরে শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেত্রী। তারপরই শ্রদ্ধা কাপুর সেই ছবিতে সই করেন। ক্যাট না করার পরই নেওয়া হয় শ্রদ্ধাকে। তবে শ্রদ্ধা খুব ভাল কাজ করেছেন।

  ‘টাইগার জিন্দা হ্যায়’-এর সফলতার পরই এই ছবিতে সই করেছিলেন ক্যাটরিনা। সেই সময় মুক্তির অপেক্ষায় ছিল 'জিরো' এবং 'থাগস অব হিন্দুস্তান'। সেই সময় ক্যাটও বেশি পারিশ্রমিক নিচ্ছিলেন। ছবিতে সই করার সময় ক্যাট বেশি টাকা দাবি করেন। বরুন ধাওয়ানের সমান টাকা চেয়ে বসেন। যদিও একটা ছবির জন্য তিনি সাধারণত এর থেকে অনেকটা কম পারিশ্রমিক নিয়ে থাকেন। প্রযোজনা সংস্থা তাঁকে অনুরোধ করেছিল পারিশ্রমিকের বিষয়টি খতিয়ে দেখতে, বরুণের থেকে সামান্য কমে শুটিং শুরু করতে। কিন্তু থাগস্ অব হিন্দুস্তান ও জিরো— দু’টিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় পারিশ্রমিক নিয়ে সেই আলাপ-আলোচনার জায়গা বন্ধ হয়ে যায়। তাঁকে বলা হয়, চলতি পারিশ্রমিকে কাজ চালিয়ে যেতে। কিন্তু ক্যাটরিনা আগের অবস্থানেই অনড় থাকেন। এবং প্রজেক্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, জানায় ওই প্রযোজনা সংস্থা। এই ছবির প্রযোজনা করছে টি সিরিজ। তবে ক্যাট সরে গিয়ে ভালই হয়েছে শ্রদ্ধার জন্য। তিনি আবারও জমিয়ে কাজ করে ফেললেন। নভেম্বরের ৮ তারিখে মুক্তি পাবে এই ছবি।

  First published: