Home /News /entertainment /

করোনাকে প্রতিহত করুন, মারণ ভাইরাসকে নিয়ে কার্তিকের রাগি সংলাপ ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়

করোনাকে প্রতিহত করুন, মারণ ভাইরাসকে নিয়ে কার্তিকের রাগি সংলাপ ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়

কার্তিকের এই সংলাপে বাস্তবটাই ফুটিয়ে তুলেছে।

 • Share this:

  #মুম্বই: সারা দেশে এখন একটাই আতঙ্ক। করোনা ভাইরাস। এই ভাইরাস ছোঁয়াচে। আর সেই জন্যই আমাদের দেশ শুধু নয় সারা বিশ্ববাসীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। বার বার করে বলা হচ্ছে নিজেকে পরিস্কার রাখার কথা। এই ভাইরাস থেকে বাঁচার জন্য বার বার বলা হচ্ছে হাত ভাল করে ধুতে। প্রতি ঘণ্টায় হাত ধোয়ার কথা বলা হচ্ছে। মাস্ক ব্যবহার করতে হবে। মুখে, চোখে, নাকে একেবারেই হাত দেওয়া যাবে না। রয়েছে এমন নানা সর্তকতা। এবার এই অতিমারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে কী করবেন, সেই দাওয়াই দিলেন কার্তিক আরিয়ান। কার্তিক তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তিনি সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন করলেন। কিন্তু এই আবেদনের স্টাইলতা ছিল একটি অন্য ধরনের। তাঁর এই ভিডিওটি ফের একবার আপনাকে মনে করিয়ে দেবে 'পেয়ার কা পঞ্চনামা' ছবিটির কথা। কার্তিকের এই সংলাপে বাস্তবটাই ফুটিয়ে তুলেছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। দেখুন সেই ভিডিও...

  বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণ দেন। প্রধানমন্ত্রীর ভাষণের পর কার্তিক এই ভিডিওটি সেয়ার করেন। ভিডিওটিট্যাঁ তিনি পপ্রশ্ন করেছেন, নরেন্দ্র মোদী যখন বলছেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে, সেই সময় মানুষ কেন তাঁর কথা শুনছেন না ? তিনি আর বলেন এই অতিমারীকে প্রতিরোধ করতে হলে রাষ্ট্র নেতারা যা বলছেন,তা প্রত্যেকের মেনে চলা উচিত।

  Published by:Ananya Chakraborty
  First published:

  Tags: Coronavirus, Instagram, Kartik Aaryan

  পরবর্তী খবর