#মুম্বই: আজ শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের জন্মদিন। ২৩ বছরে পা দিলেন বলিউডের এই নতুন তুর্কি। কাল রাত থেকেই নিজের জন্মদিন পালনে মেতেছেন তিনি। এক সঙ্গে অনেকগুলো কেক কাটার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তার মধ্যে মাকে ছাড়া এটা তাঁর দ্বিতীয় জন্মদিন। তাই মায়ের স্মৃতিরা আজ কিছুতেই তাঁর পিছু ছাড়ছে না। কিন্তু জীবন তো থেমে থাকে না কোনও কিছুতেই। তাই আজ জন্মদিনটাও পরিবারের মানুষদের সঙ্গে সেলিব্রেট করছেন জাহ্নবী।
জাহ্নবী একবার বলেছিলেন তিনি কার্তিক আরিয়ানের সঙ্গে ডেট করতে চান। সেইমতো তাঁরা দেখাও করেন। দুজনের মধ্যে একটা মিষ্টি বন্ধুত্বও তৈরি হয়। আজ জাহ্নবীর জন্মদিনে তাঁকে উইশ করতে ভুললেন না কার্তিক। জাহ্নবীর সঙ্গে নিজের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে কার্তিক লেখেন, "তোমার জন্মদিনের শুভ সময়ে ভাল করে হাত ধুয়ে নিতে ভুল না কিন্তু। চলো এখন থেকেই শুরু করি।" এই কথা কার্তিক মজা করেই লিখেছেন। সারা বিশ্বজুড়ে এখন একটাই খবর করোনা ভাইরাস। আর সেই শ্রোতে গা ভাসিয়েই এই পোস্ট করে জাহ্নবীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কার্তিক।
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Happy Birthday, Janhvi Kapoor, Kartik Aaryan