#মুম্বই: কার্তিক আরিয়ান। বলিউডের উঠতি নায়কদের মধ্যে জনপ্রিয় তিনি। কার্তিকের পুরো নাম কার্তিক তিওয়ারি। তাঁকে প্রথম দেখা গিয়েছিল ২০১১ সালে 'প্যায়ার কা পঞ্চনামা' ছবিতে। প্রথম ছবি থেকেই কার্তিক নজর কেড়েছিলেন। তাঁর মহিলা ভক্তের সংখ্যা সব থেকে বেশি। কার্তিকের সঙ্গে ডেটে যেতে চান সারা আলি খানও। নানা রকম কানাঘুষো এই অভিনেতাকে নিয়ে চলতেই থাকে। তবে সে সবে পাত্তা দেন না তিনি।
করোনা ভাইরাসের জন্য ঘরেই বন্দি তিনি। ঘর থেকেই নানা রকম ভিডিও পোস্ট করেন তিনি। তবে সম্প্রতি কে বা কারা যেন রটিয়ে দিয়েছেন কার্তিক নাকি লকডাউনেই বিয়ে সেরেছেন। ট্যুইটারে তাঁকে এক ভক্ত প্রশ্ন করে ফেলেন, "শুনলাম আপনি নাকি লকডাউনে বিয়ে করে নিয়েছেন?" এই প্রশ্নের মজার উত্তর দিলেন কার্তিক।
Jis hisaab se chal raha hai lagta hai Bachcha bhi lockdown mein ho jayega #AskKartik https://t.co/djTba3D7gZ
— Kartik Aaryan (@TheAaryanKartik) July 11, 2020
কার্তিক রিট্যুইট করে জানান, "যেভাবে চলছে বিয়ে কেন? বাচ্চাও লকডাউনেই হয়ে যাবে।" তবে কার্তিকের এই জবাবের সমালোচনা করেছেন অনেকে। বলেছেন, 'এটা কি ধরণের জবাব হল!' আসলে অবান্তর প্রশ্নের উত্তর এমনই তো হওয়া উচিত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।