#মুম্বই: সারা আলি খান ও কার্তিক আরিয়ান অভিনীত ছবি 'লাভ আজ কাল' মুক্তি পাবে সামনেই। তার আগে ছবির প্রোমোশনে বিভিন্ন জায়গায় যেতে দেখা যাচ্ছিল সারা ও কার্তিককে। প্রসঙ্গত এই ছবির আগের পার্টে অভিনয় করেছিলেন সারার বাবা সইফ আলি খান ও দীপিকা পাড়ুকোন। এই ছবির মতো আগের ছবির পরিচালকও ছিলেন ইমতিয়াজ আলি। ইমতিয়াজের ছবির একটা আলাদা আবেদন আছে।
সে যাই হোক। সারা ও কার্তিক এখন ব্যস্ত তাঁদের ছবির প্রচারে। সারা একবার কার্তিকের সঙ্গে ডেটে-এ যেতে চেয়েছিলেন। তাঁরা গিয়েওছিলেন। তবে প্রেম নয় তাঁদের মধ্যে বন্ধুত্বটাই আছে। কার্তিক তাঁর ইনস্টা প্রোফাইলে একটি ছবি শেয়ার করেন। সেখানে সারাকে খাইয়ে দিচ্ছেন তিনি। পোস্টে কার্তিক লিখেছেন," অনেক রোগা হয়ে গেছ তুমি। এস খাইয়ে দিই। আবার আগের চেহারায় ফিরে যাও তুমি।"
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kartik Aaryan, Love aaj kal, Sara Ali Khan