corona virus btn
corona virus btn
Loading

সামাজিক দূরত্ব বজায় রেখে কীভাবে বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন, দেখিয়ে দিলেন করিনা, মালাইকা

সামাজিক দূরত্ব বজায় রেখে কীভাবে বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন, দেখিয়ে দিলেন করিনা, মালাইকা

সামাজিক দূরত্ব বজায় রেখে কীভাবে প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটাবেন বা দেখা করবেন তা দেখিয়ে দিলেন করিনা কপুর খান।

  • Share this:

#মুম্বই: সারা দেশে এখন একটাই আতঙ্ক। করোনা ভাইরাস। এই ভাইরাস ছোঁয়াচে। আর সেই জন্যই আমাদের দেশ শুধু নয় সারা বিশ্ববাসীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। বার বার করে বলা হচ্ছে নিজেকে পরিস্কার রাখার কথা আর সামাজিক দূরত্ব বজায় রাখতে। সাবধানতা অবলম্বন করে গোটা দেশে বন্ধ সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজের শ্যুটিং। কোয়ারেনটাইনে ঘরে বন্দী তারকারা । করোনাকে প্রতিহত করতে, বিভিন্নরকম সতর্কতামূলক বার্তা দিতে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন সব তারকারা। সামাজিক দূরত্ব বজায় রেখে কীভাবে প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটাবেন বা দেখা করবেন তা দেখিয়ে দিলেন করিনা কপুর খান। গ্রুপ ভিডিও কলিং-এর মাধ্যমে প্রিয় বন্ধু মালাইকা আর অমৃতার সঙ্গে দেখা করে গল্প করলেন করিনা। আর এটা সবাই জানে যে করিনা, মালাইকা আর অমৃতা খুবই খাছের মানুষ, প্রায় সব সবয় তিন জন দেখা জায় একসঙ্গে পার্টি করতে, আড্ডা মারতে। কিন্তু এই করোনার জন্য তারা এখন দেখা করতে পারছেন না, তাই ভিডিও কল করেই আড্ডা মারছেন তাঁরা। আর সেই গ্রুপ ভিডিও কলের ছবি শেয়ারও করেন করিনা আর মালাইকা।

মালাইকা নিজের মা আর বনের সঙ্গে যে ভিডিও চ্যাট করে তাদের খবর নিচ্ছেন, সেই ভিডিওর ছবির পোস্ট করেন তিনি।

কিছু দিন আগে করিনা নিজেরেছোটবেলার একটি ছবি শেয়ার করেন । যাতে দেখা যাচ্ছে, কারও সঙ্গে হাত মেলানোর আগে তিনি কতটা ভয় পাচ্ছেন । অবশ্য সেট করোনা আতঙ্কে নয় । তবে বর্তমান পরিস্থিতির সঙ্গে ছবিটি একেবারে খাপে খাপ হয়ে গিয়েছে ।

Published by: Ananya Chakraborty
First published: March 20, 2020, 2:33 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर