#মুম্বই: করিনা কাপুর ও সইফ আলি খানের মিষ্টি ছেলে তৈমুর। তার একটা ডাক নাম আছে টিম টিম। তৈমুর ছোট থেকেই ক্যামেরা ফ্রেন্ডলি। পাপারাৎজিরা সব সময় তৈমুরের সব খবর জানতে আগ্রহী। তবে তৈমুরও তার মিষ্টি হাসি নিয়ে সব সময় রেডি ক্যামেরার সামনে আসতে। কখনও সে চলে যাচ্ছে মায়ের শ্যুটিং ফ্লোরে। কখনও চেপে বসছে বাবার কাঁধে ।
আবার তৈমুর বাড়িতে খেলায় ব্যস্ত মালাইকা আরোরার ছেলে আরহান খানের সঙ্গে। তৈমুরের বাড়িতে গিয়েছিল আরহান। সেখানেই টিমটিমের সঙ্গে খেলায় মজল আরহান। মালাইকা ও করিনা খুব ভাল বন্ধু। প্রায়ই এক সঙ্গে দেখা যায় তাঁদের। করিনা তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন একটি ছবি। সেখানেই দেখা যাচ্ছে এক সঙ্গে টিমটিম ও আরহানকে।
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।