Home /News /entertainment /
ছবি তুলতে চাওয়ায় মহিলা ভক্তের উপর প্রচণ্ড রেগে গেলেন করিনা, ভাইরাল ভিডিওতে ট্রোলড বেবো

ছবি তুলতে চাওয়ায় মহিলা ভক্তের উপর প্রচণ্ড রেগে গেলেন করিনা, ভাইরাল ভিডিওতে ট্রোলড বেবো

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: তারকাদের ব্যক্তিগত জীবন সব সময়ই খোলা বইয়ের মতো ৷ কথায় বলে খ্যতির বিড়ম্বনা ৷ স্টারডমের নেগেটিভ দিকটা অনেক সময়ই আমরা দেখতে পাই না ৷ ভক্তদের শুধু চোখে পড়ে তারকাদের বিলাসবহুল লাইফস্টাইল, ফ্যাশনেবল পোশাক, আর রঙিন দুনিয়াটাই ৷ ভক্তদের ভালবাসার দৌলতেই এই খ্যাতি তারকাদের ভাঁড়ার পূর্ণ করে দেয় ৷আবার খ্যাতির শিখরে উঠতে উঠতেই অনেকেই পা মাটিতে রাখতে ভুলে যান ৷করিনার সাম্প্রতিক একটি ভিডিওতেও এমনই ঘটনা সামনে এসেছে ৷ ঘটনাটি ঘটেছে হোলির দিন ৷ ওই দিন সপরিবারে হোলি পার্টিতে গিয়েছিলেন বেবো ৷ সাদা সালোয়ার-াকামিজ পরে ছোট্ট তৈমুরের হাত ধরে বাড়ির ফিরছিলেন তিনি ৷ ঠিক সেই সময়ই দুই মহিলা ভক্ত নায়িকার সঙ্গে ছবি তুলতে এগিয়ে যান ৷ প্রথমে তাঁদের উপেক্ষা করার চেষ্টা করেন করিনা ৷ শেষে বিরক্ত হয়ে যান করিনা ৷ প্রচণ্ড রাগতভাবে কয়েকটি কথাও বলেন তিনি ৷ তবে তিনি কী কথা বলেছেন তা অবশ্য শোনা যায়নি ৷ এরপরেই নিজের বাড়িতে ঢুকে যান করিনা ৷এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক ট্রোলড হতে হয় নায়িকাকে ৷

View this post on Instagram

#taimuralikhan after playing holi today #saifalikhan #kareenakapoorkhan #viralbahayani @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

Published by:Simli Raha
First published:

Tags: Kareena Kapoor Khan, Trolled