হোম /খবর /বিনোদন /
কালো পোশাকে শরীরচর্চায় মাতলেন করিনা ! ভাইরাল ছবি !

কালো পোশাকে শরীরচর্চায় মাতলেন করিনা ! ভাইরাল ছবি !

photo source Instagram

photo source Instagram

বেবো করছেন কখনও রূপচর্চা তো কখনও শরীরচর্চা।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: করিনা কাপুর খান। বলিউডের সব থেকে জনপ্রিয় নায়িকাদের বেবো অন্যতম। কাপুর পরিবারের মেয়ে। নবাব পরিবারের বউ তিনি। বেবো সব সময় নিজেকে আলাদা করে রাখেন সব কিছু থেকে। তৈমুরের জন্মের পর তাঁর ছবির কাজ বেশ কিছুটা কমেছে। কিন্তু নিজেকে ফিট রাখাতে করিনার জুরি মেলা ভার।

নিয়ম করে শরীরচর্চা তিনি প্রতিদিন করেন। গোটা লকডাউনে এমনকি এখনও বাড়িতেই আছেন তিনি। সইফ ও তৈমুরের সঙ্গেই কাটছে সময়। তৈমুর কখনও ছবি এঁকে। কখনও মায়ের জন্য মালা বানিয়ে। কখনও বাবার পিঠে চড়ে দুষ্টুমি করেই দিন কাটাচ্ছে। আর বেবো করছেন কখনও রূপচর্চা তো কখনও শরীরচর্চা। সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি তাঁর যোগার ছবি পোস্ট করেছেন। লিখেছেন, "যত বেশি শরীরকে স্ট্রেচ করানো যাবে, তত কমবে স্ট্রেস। ফিট থাকুন, ভাল থাকুন।"

Published by:Piya Banerjee
First published:

Tags: Bollywood, Instagram, Kareena Kapoor Khan