#মুম্বই: দেশে এখন করোনা ভাইরাসকে রুখতে চলছে ২১ দিনের লকডাউন। সাধারণ মানুষ থেকে সেলেব সকলেই গৃহবন্দি। এই সময় গৃহবন্দি থেকে সোশ্যাল মিডিয়ায় সবাই নিজের পুরনো ছবি পোস্ট করছেন। নানা রকম চ্যালেঞ্জ গেম খেলছেন। এবার এই খেলাতে মেতে উঠলেন করিনা কাপুর খান।
কয়েক দিন আগেই করিনা ইনস্টাতে তাঁর প্রথম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলেন। প্রথম থেকেই সেখানে তিনি নিজের ও ছেলে তৈমুরের ছবি পোস্ট করছিলেন। এবার তিনি পরিবারের ছবি শেয়ার করলেন। সেখানে রাজকাপুরের সঙ্গে রয়েছেন বাড়ির সকলে। করিশ্মা কাপুর, রণবীর কাপুর, করিনা কাপুর ও রিধিমা কাপুর। এই ছবি শেয়ার করে করিনা ছোটবেলার আবেগে ভেসে যান। লিখলেন, "কাপুর পরিবারের ওহ মাই গড ছবি।" নিজেই এই ছবি খুঁজে পেয়ে চমকে গেলেন করিনা।
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Kareena Kapoor Khan, Lockdown