• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ধরমশালা থেকে ফেরার আগে পাহাড়ের কোলে শেষ ছবি তুললেন গর্ভবতী করিনা, দেখুন ছবি

ধরমশালা থেকে ফেরার আগে পাহাড়ের কোলে শেষ ছবি তুললেন গর্ভবতী করিনা, দেখুন ছবি

বিকেলে পাহাড়ের রাস্তায় সকলের হেঁটে বেড়ানোর ভিডিও ভাইরাল হয়েছিল । সেই ভিডিওতে তৈমুরকে বলতে শোনা যায়, ‘ছবি তুলো না প্লিজ ।’

বিকেলে পাহাড়ের রাস্তায় সকলের হেঁটে বেড়ানোর ভিডিও ভাইরাল হয়েছিল । সেই ভিডিওতে তৈমুরকে বলতে শোনা যায়, ‘ছবি তুলো না প্লিজ ।’

বিকেলে পাহাড়ের রাস্তায় সকলের হেঁটে বেড়ানোর ভিডিও ভাইরাল হয়েছিল । সেই ভিডিওতে তৈমুরকে বলতে শোনা যায়, ‘ছবি তুলো না প্লিজ ।’

 • Share this:

  #ধরমশালা: এ বছরের দিওয়ালিটা সত্যিই অন্যরকম । দ্বিতীয়বার মা হতে চলেছেন ৪০ বছরের করিনা কাপুর খান । এই নিয়ে চতুর্থবার বাবা হতে চলেছেন সইফ । তাই একটু স্পেশ্যালভাবে এই দিওয়ালি উদযাপন করলেন নবাব আর তাঁর বেগমজান । সঙ্গে খুদে নবাব তৈমুরও রয়েছে । দিওয়ালির ছুটিতে সকলে তাই একসঙ্গে সময় কাটালেন ধরমশালায় ।

  আসলে সইফ কিছুদিন ধরেই ব্যস্ত রয়েছেন তাঁর পরবর্তী ছবি 'ভূত পুলিশ'-এর শ্যুটিং নিয়ে। শ্যুটিংয়ের কাজে তিনি আছেন ধরমশালাতে। আর দিওয়ালি উপলক্ষে তাঁর সঙ্গে যোগ দিয়েছেন করিনা আর তৈমুরও। করিনার বেবিমুন যেমন হল, তেমনই করোনার কারণে বহুদিন কোথাও বেড়াতে না যাওয়ার আক্ষেপটাও পুষিয়ে গেল এই ছোট্ট ট্রিপে ।

  আবার শুধু নবাব পরিবারই নয়, করিনাদের সঙ্গে ধরমশালাতে গিয়েছিলেন করিনার বান্ধবী মালাইকা আরোরা আর তাঁর বয়ফ্রেন্ড অর্জুন কাপুরও । মাঝেমধ্যে তাঁদের ছবিও এসেছে প্রকাশ্যে । পাহাড়ের কোলে সকালের রোদে করিনা আর টিমের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন মালাইকা নিজে । বিকেলে পাহাড়ের রাস্তায় সকলের হেঁটে বেড়ানোর ভিডিও ভাইরাল হয়েছিল । সেই ভিডিওতে তৈমুরকে বলতে শোনা যায়, ‘ছবি তুলো না প্লিজ ।’ টিমকে সঙ্গে নিয়ে মাটির পাত্র তৈরির ক্লাসেও যোগ নিতে দেখা গিয়েছিল করিনাকে ।

  সুন্দর ছুটি কাটানোর পর এ বার মুম্বই ফেরার পালা । ফেরার আগে তাই পাহাড়কে সাক্ষী রেখে শেষ ছবি তুললেন নবাব পরিবার । ছবিতে কালো সোয়েটার পরা তৈমুরকে বেশ বড়দের মতো লাগছে দেখতে । কফির মগ হাতে করিনাও ঝলমল করছেন প্রেগন্যান্সি গ্লোতে । ছবি তুললেন হোটেলের স্টাফদের সঙ্গেও ।

  Published by:Simli Raha
  First published: