• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • মাত্র তিন জন বাদে ট্যুইটারে সমস্ত তারকাদের আনফলো করে দিলেন করণ জোহর, বাদ আলিয়াও

মাত্র তিন জন বাদে ট্যুইটারে সমস্ত তারকাদের আনফলো করে দিলেন করণ জোহর, বাদ আলিয়াও

এ বার প্রায় গোটা বলিউডকেই নিজের ট্যুইটার থেকে ছেঁটে ফেললেন করণ । বাদ গেলেন ঘনিষ্ঠ বন্ধু আলিয়া ভাটও ।

এ বার প্রায় গোটা বলিউডকেই নিজের ট্যুইটার থেকে ছেঁটে ফেললেন করণ । বাদ গেলেন ঘনিষ্ঠ বন্ধু আলিয়া ভাটও ।

এ বার প্রায় গোটা বলিউডকেই নিজের ট্যুইটার থেকে ছেঁটে ফেললেন করণ । বাদ গেলেন ঘনিষ্ঠ বন্ধু আলিয়া ভাটও ।

 • Share this:

  #মুম্বই: আঙুলটা বারবার উঠে আসছে তাঁদের দিকেই । সোশ্যাল মিডিয়া ছেড়ে এখন গোটা দেশেই আছড়ে পড়েছে বয়কট করণ জোহর, বয়কট আলিয়া ট্রেন্ড । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেপোটিজমের ধ্বজা ওড়ানো বলি-সেলেবদের বিরুদ্ধে গর্জে ওঠে গোটা দেশ । ব্যাপক রোষের মুখে পড়তে হয় করণকে । আউটসাইডারদের বলিউডে ঢুকতে না দেওয়া, স্টার কিডদের লঞ্চ করা, অযোগ্য অভিনেতাদের বারবার সুযোগ দেওয়া ৷ কফি উইথ করণের মঞ্চে বারবার সুশান্তকে অপমান করার মতো ঘটনা যত ঘুরে ফিরে আসছে সোশ্যাল মিডিয়ায় দেওয়ালে, ততই জোরদার হচ্ছে ধিক্কারের পরিমাণ ।

  তবে এই ট্রোলের মুখে একবারও মুখ খোলেননি করণ বা আলিয়া । সুশান্তের মৃত্যুর দিনই তাঁরা সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছিলেন । তাতে আরও ভয়াবহ ট্রোলড হন দু’জনেই । এমনকি বলিউডের বহু তারকাই তাঁদের এই শোককে ‘কুমিরের কান্না’র সঙ্গে তুলনা করে বিস্ফোরক মন্তব্য করেছিলেন । এ বার প্রায় গোটা বলিউডকেই নিজের ট্যুইটার থেকে ছেঁটে ফেললেন করণ । বাদ গেলেন ঘনিষ্ঠ বন্ধু আলিয়া ভাটও । মাত্র তিন জন অভিনেতা বাদে সকলকে আনফলো করে দিয়েছেন করণ । এই তিনের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং অক্ষয় কুমার । এ ছাড়াও তিনি ফলো করেন পিএম নরেন্দ্র মোদি’কে এবং নিজের প্রোডাকশন হাউজ ধর্মা প্রোডাকশনকে ।

  Published by:Simli Raha
  First published: