#মুম্বই: সুশান্তের মৃত্যুর পর থেকেই বলিউডের একাধিক পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা৷ এমন ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলাও রুজু হয়েছে৷ সুশান্তের মর্মান্তিক মৃত্যুর জন্য যাদের যাদের দোষী অভিযোগ করা হচ্ছে, তাদের মধ্যে অন্যতম করণ জোহর৷ তারকা নন, এমন সকলের সঙ্গে তাঁর দুর্ব্যবহার এবং তিনি পক্ষপাতদুষ্ট৷ এই অভিযোগ উঠছে করণের বিরুদ্ধে৷ এই পরিস্থিতিতে এক অদ্ভুত পদক্ষেপ নিলেন করণ, যার ফলে আবার তিনি চর্চার শিরোনামে৷
তারকাদের খবরাখবর পেতে এখন ট্যুইটার ভরসা৷ সঙ্গে রয়েছে ইনস্টাগ্রাম৷ তবে সুশান্তের মৃত্যুর পর করণ জোহর সহ আলিয়া, সোনমের সোশ্যাল মিডিয়া ফলোয়ারের সংখ্যা কমতে শুরু করেছে৷ অনেকে তাঁদের আনফলো করেছেন ট্যুইটরে৷ তাই কমছে ভক্তদের সংখ্যা৷ তবে এসবকে সেভাবে পাত্তা না দিয়ে করণ নিজেই গুটিয়ে নিলেন ট্যুইটার থেকে৷ সকলকে প্রায় আনফলো করলেন তিনি৷ এখন তিনি মাত্র ৮জনকে ফলো করছেন ট্যুইটারে৷ যার মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার৷
তবে কেন এমন পদক্ষেপ নিলেন করণ? মনে করা হচ্ছে যে তাঁর বিরুদ্ধে যাওয়া জনমতে ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে করণের ভাবমূর্তি৷ এরফলে তিনি এখন নিজেকে লাইমলাইট থেকে কিছুটা সরিয়ে নিতে চাইছেন৷ কোনও যোগাযোগও রাখতে চাইছেন না কারও সঙ্গে৷ তাই এমন কাজ করলেন করণ, মত সকলের৷
I knew the pain you were going through. I knew the story of the people that let you down so bad that you would weep on my shoulder. I wish Iwas around the last 6 months. I wish you had reached out to me. What happened to you was their Karma. Not yours. #SushantSinghRajput
— Shekhar Kapur (@shekharkapur) June 15, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Karan johar, Sushant singh Rajput