#মুম্বই: সুশান্ত সিং রাজপুত মামলায়, মহেশ ভাটের পর মুম্বই পুলিশ জিজ্ঞাসাবাদ করতে ডেকে পাঠালো করণ জোহারকে। নেপটিজম বিতর্কে বার বার নাম জড়িয়েছে তাঁর। কারণের শো, কফি উইথ করণ-এ সুশান্তকে বার বার হেও করেছেন তিনি, বলে অভিযোগ।
সুশান্তের মৃত্যুর পর থেকেই বারবার উঠে আসছে করণ জোহরের নাম । পুরনো ভিডিও ক্লিপিংসে দেখা গিয়েছে, কী ভাবে বারবার সুশান্তকে ব্যঙ্গ করেছিলেন পরিচালক । এরপর থেকেই বয়কট করণ জোহরের ঢেউ ওঠে গোটা দেশ জুড়ে । সুশান্ত ভক্তদের তীব্র আক্রমণের মুখে পড়তে হয়েছে করণকে । এ বার মুম্বই পুলিশ ডেকে পাঠাল তাঁকে । বয়ান রেকর্ড করা হবে করণের । এই সপ্তাহেই থানায় হাজিরা দিতে হবে করণকে ।