আক্রমণ, অপমানে বিধ্বস্ত করণ জোহর! ট্রোলারদের বিরুদ্ধে নিতে চলেছেন আইনি পদক্ষেপ
আক্রমণ, অপমানে বিধ্বস্ত করণ জোহর! ট্রোলারদের বিরুদ্ধে নিতে চলেছেন আইনি পদক্ষেপ
লাগাতার আক্রমণ, হুমকি, অপমানে বিধ্বস্ত করণ জোহর! কান্নাকাটিও করছেন বলে জানা যায়! সূত্রের খবর, এবার নাকি ট্রোলারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন তিনি
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় বলিউডের যে সেলেব্রিটিদের তীব্র নিন্দার মুখে পড়তে হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম পরিচালক-প্রযোজক করণ জোহর৷ সুশান্তের মৃত্যুর পর থেকেই তীব্র ক্ষোভের মুখে পড়েছেন করণ ৷ তাঁর এক বন্ধু এও জানান, করণ জোহর নাকি কাঁদছেন৷ বারবার বলছেন, 'আমি কী করেছি, যে এত ঘৃণা আমাকে নিয়ে!' সুশান্ত অনুরাগীদের আক্রমণ, হাই প্রোফাইল স্টার কিডদের সবসময় নিজেদের ছবিতে নিয়ে বলিউডে স্বজনপোষণের ট্রেন্ড শুরু করেছেন করণ। এমনকী, করণের পাশাপাশি তাঁর দুই সন্তান এবং মাকেও আক্রমণ করা হয় বলে অভিযোগ। শোনা যায়, এই পরিস্থিতিতে করণ নাকী রীতিমত বিধ্বস্ত! করণ জোহরের কাছের এক বন্ধু জানান, 'করণের কাছের কয়েকজনকে আক্রমণের শিকার হতে হয়েছে, তাতেই করণের নিজেকে অপরাধী লাগছে৷ ওঁর ৩ বছরের যমজ সন্তান রয়েছে৷ তাদেরও খুনের হুমকি দেওয়া হয়েছে৷ অনন্যা পান্ডে বলে একজন, যাঁর সঙ্গে সুশান্তের কোনও সম্পর্কই ছিল না, তাঁকেও সুশান্তের মৃত্যুর জন্য আত্মহত্যা করতে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়৷' প্রবল ট্রোল রুখতে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কমেন্ট সেকশন লিমিটেড করে দিয়েছেন করণ, আলিয়া, সোনম ও করিনা কাপুর খান৷ বয়কট করণ জোহর ক্যাম্পেন শুরু হয়েছে ট্যুইটারে৷ সোনাক্ষী তো তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করে দিয়েছেন৷ সূত্রের খবর, সামাজিক মাধ্যমে একের পর এক আক্রমণের মুখে পড়ে অবশেষে ট্রোলারদের বিরুদ্ধে সরব হচ্ছেন করণ জোহর। সূত্রের খবর, অনলাইনে যাঁরা তাঁকে হুমকি দিচ্ছেন, আক্রমণ করছেন মা, দুই সন্তানকে, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে হাঁটছেন করণ জোহর। এ' বিষয়ে বেশ কয়েকজন আইনজীবী, প্রযুক্তি বিশেষজ্ঞর সঙ্গেও নাকি কথা বলেছেন তিনি। তবে করণ নিজে এ'বিষয়ে কোনও মন্তব্য করেননি।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নেপোটিজম বা স্বজনপোষণের বিতর্কে তোলপাড় বলিউড৷ করণ জোহর-সহ নির্দিষ্ট কয়েকজন সেলেবের দিকে অভিযোগের আঙুল উঠেছে৷ নেটিজেনরা দিনরাত তুলোধনা করছেন ওই সেলেবদের৷ অভিযুক্তদের তালিকায় রয়েছেন করণ জোহর, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, সোনম কাপুর ও সলমন খান৷
Published by:Rukmini Mazumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।