Home /News /entertainment /
করণ জোহর, আমির খান, নাসিরুদ্দিন শাহের পর এবার নেতাজিকে নিয়ে মন্তব্য কঙ্গনার

করণ জোহর, আমির খান, নাসিরুদ্দিন শাহের পর এবার নেতাজিকে নিয়ে মন্তব্য কঙ্গনার

আক্রমণাত্মক ট্যুইটের মাঝেই নেতাজি সুভাষ চন্দ্র বোসকে নিয়ে বিশেষ মন্তব্য করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷

 • Share this:

  #মুম্বই: কখনও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে নেপোটিজম বিতর্ক উস্কে দিচ্ছেন তো কখনও ‘গুঞ্জন সাক্সেনা’ ছবি বিতর্কে করণ জোহরের পদ্মশ্রী কেড়ে নেওয়ার দাবি তুলছেন ৷ মঙ্গলবার বলিউড কুইনের বাক্যবাণ থেকে নিস্তার পাননি পারফেকশনিস্ট আমির খানও ৷ এহেন আক্রমণাত্মক ট্যুইটের মাঝেই নেতাজি সুভাষ চন্দ্র বোসকে নিয়ে বিশেষ মন্তব্য করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ ট্যুইটে তিনি লিখেছেন, ‘সাভারকর, লক্ষ্মীবাঈ, বাহাদুর শাহ জাফরের মতো নেতাজিও কখনও নিজের প্রাপ্য পাননি ৷’

  বরাবরের ঠোঁট কাটা অভিনেত্রী হিসেবে পরিচিত কঙ্গনা ৷ সম্প্রতি প্রতিদিনই বলিউডের কোনও না কোনও সদস্যের উদ্দেশে ধেয়ে আসে তাঁর তীক্ষ্ম বাক্যবাণ ৷ তবে এদিন নেতাজির ছবি শেয়ার করে তাঁর সম্মানে করলেন বিশেষ ট্যুইট ৷ লেখেন, ‘সাভারকর, লক্ষ্মীবাঈ, বাহাদুর শাহ জাফরের মতোই নেতাজির যা পাওয়ার ছিল তা তিনি পাননি ৷ ব্রিটিশ সরকারের অনুগত জনসংযোগ রক্ষাকারীরাই তাঁর বিরুদ্ধে ঘৃণ্য প্রচার চালিয়ে গিয়েছেন ৷ বুদ্ধিজীবীরা লাগাতার দাবি করে এসেছেন, খড়গ ও ঢাল ছাড়াই আমরা স্বাধীনতা পেয়েছি ৷ যা একদমই সত্যি নয় ৷ স্বাধীনতা রক্তপিপাষু, রক্ত চায় আর নেতাজি দেশের স্বাধীনতার জন্য সেই রক্ত দিয়েছেন ৷’

  এখানেই শেষ নয়, নেতাজি সুভাষ চন্দ্র বোসকে নিয়ে এদিন দুটি ট্যুইট করেছেন কঙ্গনা ৷ আরেকটিতে সিনে দুনিয়ার তনু লিখেছেন, ‘আমি বামপন্থী মতাদর্শ বুঝি এবং তাকে সম্মানও করি ৷ কিন্তু আমার ক্ষেত্রে তা কখনই খাটেনি ৷ তাই আমি দক্ষিণপন্থায় বিশ্বাস করি ৷ আমার অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, মানুষ তার সামনে ভিক্ষা করলে কাউকে কিছু দেয় না, নিজেরটা নিজেকে ছিনিয়ে নিতে হয় ৷’

  ১৮ অগাস্টকে অনেকেই নেতাজি সুভাষ চন্দ্র বোসের মৃত্যুদিন বলে মনে করেন ৷ ১৯৪৫ সালে এই দিনে তাইওয়ানের তাইহোকুতে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয় বলে অনেকে দাবি করেন ৷ তার কোনও সুস্পষ্ট প্রমাণ না মিললেও এই দিনটিকে নেতাজি সুভাষ চন্দ্র বোসের মৃত্যুদিন হিসেবে পালন করে কংগ্রেস ও বিজেপি দল ৷ তাই প্রয়াণ দিবসে নেতাজির প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবেই এই ট্যুইট করেছেন কঙ্গনা ৷ প্রসঙ্গত, ‘রেঙ্গুন’ ছবিটি মুক্তি পাওয়ার সময় অভিনেত্রী বলেছিলেন, এটি তাঁর নেতাজি সুভাষ চন্দ্রের উদ্দেশে শ্রদ্ধাঞ্জলি ৷

  Published by:Elina Datta
  First published:

  Tags: Kangana Ranaut

  পরবর্তী খবর