হোম /খবর /বিনোদন /
করোনার জন্য আন্তর্জাতিক স্তরে কেন মোদি সরকারকে সমালোচনা করা হচ্ছে?আক্রমণ কঙ্গনার

Kangana Ranaut: করোনার জন্য আন্তর্জাতিক স্তরে কেন মোদি সরকারকে দায়ী করা হচ্ছে? রাগে ফেটে পড়লেন কঙ্গনা

বার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের উপর রেগে আগুন হলেন বলিউডের 'রিভলভার রানি' কঙ্গনা রানাওয়াত (Kangana ranaut)। আর এর জন্য দায়ী করলেন সেই বুদ্ধিজীবীদের।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: করোনার দ্বিতীয় ঢেউয়ে (Corona Second wave) ভয়াবহ অবস্থা গোটা ভারতের। প্রতিদিন সংক্রমণ এমন জায়গায় পৌঁছেছে যে সারা বিশ্বের মানুষ ভারতের অবস্থা দেখে উদ্বিগ্ন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও তুলে ধরা হচ্ছে, কীভাবে গোটা দেশে মৃত্যুমিছিল শুরু হয়েছে এবং প্রতিদিন আক্রান্তের সংখ্যা নতুন রেকর্ড তৈরি করছে। আর তাই আবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের উপর রেগে আগুন হলেন বলিউডের 'রিভলভার রানি' কঙ্গনা রানাওয়াত (Kangana ranaut)। আর এর জন্য দায়ী করলেন সেই বুদ্ধিজীবীদের।

শুক্রবার একটি ভিডিও পোস্ট করেন কঙ্গনা। সেই ভিডিও দেখেই বোঝা যায়, 'ক্যুইন' রেগে আগুন। তাঁর দাবি ভারতের ভাবমূর্তি গোটা বিশ্বের কাছে ছোট করা হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ যে ভাবে ছড়িয়ে পড়েছে তাতে ভারত সরকারকে দায়ী করা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে। কঙ্গনার দাবি, কেন এরকনম করা হবে ভারতের সঙ্গেই?

কঙ্গনা ভিডিওয় বলছেন, "যখনই ভারত কোনও সংকটের মধ্যে পড়ে, তখনই অন্য দেশগুলি আমাদের নিশানা করতে শুরু করে। এমন ভাবে বিষয়টা তুলে ধরা হয় যেন ভারতে বানর থেকে সবাই সদ্য মানুষ হয়েছে। এমন দেখানো হয়, কয়েকজন সাদা চামড়ার মানুষ আসবে এবং আমাদের চাকর বানিয়ে রাখবে, বলে দেবে কখন কী করতে হবে, কী খেতে হবে, শেখাবে কোনটা গণতন্ত্র। যেন এখানকার মানুষের কোনও বুদ্ধি নেই।"

কঙ্গনা দাবি করেন অন্যন্য দেশের এই উদ্দেশ্যকে আসকারা দেয় ভারতেরই কয়েকজন বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীরা ভারতের সরকারকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিন্দা করেন বলে অভিযোগ কঙ্গনার। সম্প্রতি 'টাইম' ম্যাগাজিনের কভার স্টোরিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে করোনার 'সুপারস্প্রেডার' আখ্যা দেওয়া হয়েছে। এই দেখেও চটে গিয়েছেন কঙ্গনা।

কঙ্গনার বলেন, "এরা বলবে কী ভাবে দেশ চালাতে হয়? এরা কারা? আমেরিকার বহু মানুষ করোনার প্রথম ঢেউতেই ধুয়ে মুছে গিয়েছে। সবাই দেখেছে ইটালিতে কী হয়েছে। দ্বিতীয় ঢেউ নিয়ে এখনও হিমশিম খাচ্ছে ইংল্যান্ড। আমাদেরও সমস্যা হচ্ছে নিঃসন্দেহে। কিন্তু অন্য কোনও দেশের মন্ত্রীকে কি অপমান করা হচ্ছে?"

কঙ্গনার দাবি শুধু ভারতেরই ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। এবং যারা এটা করছে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ করা উচিত বলে দাবি করেছেন কঙ্গনা।

Published by:Swaralipi Dasgupta
First published:

Tags: Coronavirus, Kangana Ranaut