#মুম্বই: সুশান্তের মৃত্যুর পর থেকেই ঘটনার সূত্রপাত । একেবারে সম্মুখ সমরে নেমে পড়েছেন বলিউডের ক্যুইন । কখনও বি-টাউনের নেপোটিজম নিয়ে, কখনও বা মুভি মাফিয়াদের বিরুদ্ধে, কখনও আবার বলিউডে মাদক চক্র নিয়ে, কখনও মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে ঝাঁসির রানির মতোই অস্ত্র শানিয়েছেন তিনি ।
রিয়া-শৌভিক ও সুশান্তের অন্যান্য বন্ধুদের মাদক নেওয়া ও পাচার চক্রের সঙ্গে যোগসাজশ রয়েছে তার প্রমাণ পাওয়ার পড়েই বলিউডের মাদক কারবার নিয়ে বিস্ফোরণ ঘটান কঙ্গনা রানাওয়াত । ট্যুইটে তিনি দাবি করেন, রণবীর কাপুর, রণবীর সিং, ভিকি কৌশল, পরিচালক অয়ন মুখোপাধ্যায়...এদের রক্তের নমুনা পরীক্ষা করলেই সমস্ত তথ্য ফাঁস হয়ে যাবে । রিয়া তো চুনোপুঁটি, বলিপাড়ার রাঘব-বোয়ালদের এখনও ধরা বাকি রয়েছে ।
I am more than happy to oblige @MumbaiPolice @AnilDeshmukhNCP please do my drug tests investigate my call records if you find any links to drug peddlers ever I will accept my mistake and leave Mumbai forever, looking forward to meet you https://t.co/gs3DwcIOvP
— Kangana Ranaut (@KanganaTeam) September 8, 2020
শুধু তাই নয়, তিনি নিজে যে ড্রাগ নেন না তা প্রমাণ করতে এরপর কঙ্গনা নিজের রক্ত পরীক্ষা করাতে প্রস্তুত বলেও দাবি করেন । কোনও ড্রাগ পেডলারের সঙ্গে তাঁর যোগাযোগ আছে কিনা তা জানতে তাঁর ফোনের কল রেকর্ড দেখার আর্জিও জানান মুম্বই পুলিশকে । কিন্তু তার মাঝেই ভাইরাল হয়ে যায় কঙ্গনার পুরনো একটি ভিডিও । তাতে তিনি স্পষ্টতই স্বীকার করেছেন ড্রাগ অ্যাডিক্ট ছিলেন তিনি । তবে সেটা কিশোরী বয়সে । যখন প্রথম ইন্ডাস্ট্রিতে পা দিয়েছিলেন তিনি । সে সময় খারাপ সঙ্গে পড়ে যান, জীবন তালগোল পাকিয়ে যায়...আর সে সময়েই মাদকের নেশায় আচ্ছন্ন হয়ে যান ক্যুইন । তবে নায়িকা এও স্বীকার করেন, তিনি নিজেই সেই সর্বনাশা নেশা থেকে বেরিয়ে এসেছিলেন ।
View this post on Instagram#KanganaRanaut talks about the time when she couldn’t close her eyes because tears won’t stop.
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার পরেই নেটিজেনরা মুম্বই পুলিশ’কে ট্যাগ করতে শুরু করেন । লেখেন, কঙ্গনা নিজের মুখেই তাঁর ড্রাগ নেওয়ার কথা স্বীকার করে নিয়েছিলেন ।
please don’t drag my name ! #JusticeForSushantSinghRajput #KanganaRanuat pic.twitter.com/D6BVSY7daO
— adhyayan summan (@AdhyayanSsuman) September 9, 2020
সম্প্রতি আবার ভাইরাল হয়ে যায় কঙ্গনার প্রাক্তন বয়ফ্রেন্ড শেখর সুমনের ছেলে অধ্যয়ন সুমনের একটি পুরনো সাক্ষাৎকার । সেখানে অধ্যয়ন নিজে মুখে স্বীকার করেছেন, কঙ্গনা তাঁকে কোকেন নিতে বলেছিলেন । কিন্তু তিনি তা নিতে রাজি হননি । এই ভিডিও তুমুল ভাইরাল হতেই অধ্যয়ন আবার একটি ভিডিও মেসেজে তাঁর ভক্তদের জানান, পুরনো সাক্ষাৎকারের রেশ টেনে ধরে যেন তাঁর নাম এই ঘটনার সঙ্গে আর জড়ানো না হয় ।