• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ‘যখন নাবালিকা ছিলাম, আমার মেন্টর আমার পানীয়তে মাদক মেশাতেন’, ফের বিস্ফোরক কঙ্গনা

‘যখন নাবালিকা ছিলাম, আমার মেন্টর আমার পানীয়তে মাদক মেশাতেন’, ফের বিস্ফোরক কঙ্গনা

ইন্ডাস্ট্রির মাদকচক্র কতটা সক্রিয় এবং কতটা ভয়ানক সে বিষয়ে মুখ খুললেন বলিউডের ক্যুইন ।

ইন্ডাস্ট্রির মাদকচক্র কতটা সক্রিয় এবং কতটা ভয়ানক সে বিষয়ে মুখ খুললেন বলিউডের ক্যুইন ।

ইন্ডাস্ট্রির মাদকচক্র কতটা সক্রিয় এবং কতটা ভয়ানক সে বিষয়ে মুখ খুললেন বলিউডের ক্যুইন ।

 • Share this:

  #মুম্বই: তাঁকে বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন বলা হয় । তবে এটাও ঠিক, তিনি বরাবরই স্পষ্টবক্তা । হেভিওয়েট নামের বিরুদ্ধে আঙুল তুলতেও পিছপা নন জাতীয় পুরষ্কারপ্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত । আর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে তো তিনি বলিউডের প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন । বলিপাড়ার একাধিক নোংরা দিককে সামনে এনে জোর গলায় তাঁর প্রতিবাদ করা থেকে শুরু করে সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্ত দাবি করা... সবটাই করেছেন তিনি ।

  এ বার সরব হলেন বলিউডের মাদক চক্র নিয়ে । বুধবার রিয়া চক্রবর্তীর কিছু হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট প্রকাশ্যে আসার পর দেখা গিয়েছে, তিনি মাদক চক্রের সঙ্গে জড়িত। সুশান্তকে মাদক খাওয়াতেন তিনি । এমনই নানারকম অভিযোগ, সন্দেহ, ঘনিষ্ঠদের মন্তব্য, সামনের সারিতে উঠে এসেছে । যদিও সেগুলির সত্যতা এখনও যাচাই হয়নি ।

  এরইমধ্যে কঙ্গনা করলেন এক বিস্ফোরক অভিযোগ । ইন্ডাস্ট্রির মাদকচক্র কতটা সক্রিয় এবং কতটা ভয়ানক সে বিষয়ে মুখ খুললেন বলিউডের ক্যুইন । ট্যুইটারে কঙ্গনা লেখেন, ‘আমার বয়স যখন কম ছিল, সেই সময় মেন্টর যিনি পরবর্তীকালে নির্যাতনকারী হয়ে ওঠেন, তিনি আমার পানীয়তে মদ বা মাদক মিশিয়ে দিতেন। আমাকে পুলিশের কাছে যেতেও বাধা দিতেন তিনি। পরে আমি যখন সফল হই এবং বিখ্যাত ফিল্ম পার্টিগুলিতে যাওয়ার সুযোগ পাই, তখন মাদক, লাম্পট্য ও মাফিয়ার দুনিয়ার সঙ্গে পরিচিত হই।’

  Published by:Simli Raha
  First published: