Home /News /entertainment /
সারা-সুশান্তের প্রেম, হৃতিকের সঙ্গে আমার সম্পর্কের কথা মনে করায়! বললেন কঙ্গনা

সারা-সুশান্তের প্রেম, হৃতিকের সঙ্গে আমার সম্পর্কের কথা মনে করায়! বললেন কঙ্গনা

kangna hrittik

kangna hrittik

বলিউডের পঙ্গা কুইন কঙ্গনা একটি ট্যুইট করেছেন যাতে তিনি সুশান্ত-সারার কথা বলতে গিয়ে হৃতিকের কথা বললেন কঙ্গনা৷ এরপরই ব্যাপক ট্রোলের মুখে পড়েন তিনি৷

 • Share this:

  #মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে কঙ্গনা রানাওয়াত শিরোনামে রয়েছেন। সম্প্রতি, সুশান্তের ফ্ল্যাটমেট স্যামুয়েল হাওকিপ সুশান্ত ও সারার প্রেম নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন৷ তিনি দাবি করেছেন যে, তাঁদের মধ্যে গভীর প্রেম ছিল৷ এই নিয়ে কঙ্গনাও মুখ খুলেছেন৷ তিনি ট্যুইটে লেখেন, তাঁর স্থির বিশ্বাস, সারা ও সুশান্তের সঙ্গে প্রেমে আবদ্ধ ছিলেন। তবে মুভি মাফিয়া আর ইন্ডাস্ট্রির প্রচণ্ড চাপে সেই সম্পর্কে ভেঙে গিয়েছে। এবং সেই সঙ্গে তিনি হৃতিকের কথাও উল্লেখ করেন৷ বলেন যে, তাঁর সঙ্গে হৃতিকেরও এমনই সম্পর্ক ছিল৷ সেই সম্পর্ক নিয়ে তাঁর কোনও সন্দেহ নেই৷ কিন্তু তারপরই সব পাল্টে যায়৷

  সম্প্রতি সুশান্তের বন্ধু স্যামুয়েল হাওকিপ নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এক তথ্য৷ যা কিনা বলিউডে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। স্যামুয়েল তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘সারা আলি খান ও সুশান্ত সিং রাজপুত প্রেমে একবারে ডুবে ছিলেন ৷ আমার মনে আছে, কেদারনাথের প্রোমোশনের সময় ওঁরা দু’জন কীভাবে প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন ৷ দু’জনের সেই প্রেমের মধ্যে ছিল ইনোসেন্স, সম্মান ৷ সুশান্ত ও সারার মধ্যে যে প্রেম জমাট বেঁধেছিল, তা আজকাল একেবারেই দেখা যায় না ৷ খুবই স্বচ্ছ, খুবই সুন্দর সেই প্রেম ৷ ’

  এই প্রেম নিয়ে কথা বলতে গিয়েই ফের একবার কঙ্গনা নিয়ে এলেন হৃতিক প্রসঙ্গ৷

  তিনি লিখেছেন- 'আমি বিশ্বাস করি সারা নিশ্চয়ই সুশান্তকে ভালবাসতেন৷ সুশান্ত বোকা ছিলেন না যে কোনও মেয়ের প্রকৃত ভালবাসা না বুঝে তাঁকে মন দিয়ে বসবেন৷ কিন্তু সারা নিশ্চয়ই চাপে পড়ে গিয়েছিলেন৷ ঠিক এমনই হৃতিকের সঙ্গে আমার সম্পর্কও খুব খাঁটি ছিল৷ কিন্তু তারপর যে কীভাবে সব পাল্টে গেল তা আমার কাছে এখনও রহস্য হয়েই রয়ে গিয়েছে৷

  কঙ্গনার এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় তাঁকে ব্যাপকভাবে ট্রোলের মুখে পড়তে হয়৷ লেখা হয়, সব ব্যাপারে নিজের কথা বলতে চান অভিনেত্রী৷ কেউ আবার বলেন যে, আর কত নিচু হবেন আপনি? কেউ বা শুধুই হৃতিক লিখে হাসির ইমোজি দেন!

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Kangana Ranaut, Sushant singh Rajput

  পরবর্তী খবর