#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে কঙ্গনা রানাওয়াত শিরোনামে রয়েছেন। সম্প্রতি, সুশান্তের ফ্ল্যাটমেট স্যামুয়েল হাওকিপ সুশান্ত ও সারার প্রেম নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন৷ তিনি দাবি করেছেন যে, তাঁদের মধ্যে গভীর প্রেম ছিল৷ এই নিয়ে কঙ্গনাও মুখ খুলেছেন৷ তিনি ট্যুইটে লেখেন, তাঁর স্থির বিশ্বাস, সারা ও সুশান্তের সঙ্গে প্রেমে আবদ্ধ ছিলেন। তবে মুভি মাফিয়া আর ইন্ডাস্ট্রির প্রচণ্ড চাপে সেই সম্পর্কে ভেঙে গিয়েছে। এবং সেই সঙ্গে তিনি হৃতিকের কথাও উল্লেখ করেন৷ বলেন যে, তাঁর সঙ্গে হৃতিকেরও এমনই সম্পর্ক ছিল৷ সেই সম্পর্ক নিয়ে তাঁর কোনও সন্দেহ নেই৷ কিন্তু তারপরই সব পাল্টে যায়৷
সম্প্রতি সুশান্তের বন্ধু স্যামুয়েল হাওকিপ নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এক তথ্য৷ যা কিনা বলিউডে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। স্যামুয়েল তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘সারা আলি খান ও সুশান্ত সিং রাজপুত প্রেমে একবারে ডুবে ছিলেন ৷ আমার মনে আছে, কেদারনাথের প্রোমোশনের সময় ওঁরা দু’জন কীভাবে প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন ৷ দু’জনের সেই প্রেমের মধ্যে ছিল ইনোসেন্স, সম্মান ৷ সুশান্ত ও সারার মধ্যে যে প্রেম জমাট বেঁধেছিল, তা আজকাল একেবারেই দেখা যায় না ৷ খুবই স্বচ্ছ, খুবই সুন্দর সেই প্রেম ৷ ’
এই প্রেম নিয়ে কথা বলতে গিয়েই ফের একবার কঙ্গনা নিয়ে এলেন হৃতিক প্রসঙ্গ৷
I believe Sara must’ve loved him he wasn’t a fool to fall for a girl whose affection isn’t genuine but she must have been under pressure,what I shared with Hrithik was genuine at that point I still have no doubts about it why suddenly he became so hostile is still a mystery to me
— Kangana Ranaut (@KanganaTeam) August 20, 2020
তিনি লিখেছেন- 'আমি বিশ্বাস করি সারা নিশ্চয়ই সুশান্তকে ভালবাসতেন৷ সুশান্ত বোকা ছিলেন না যে কোনও মেয়ের প্রকৃত ভালবাসা না বুঝে তাঁকে মন দিয়ে বসবেন৷ কিন্তু সারা নিশ্চয়ই চাপে পড়ে গিয়েছিলেন৷ ঠিক এমনই হৃতিকের সঙ্গে আমার সম্পর্কও খুব খাঁটি ছিল৷ কিন্তু তারপর যে কীভাবে সব পাল্টে গেল তা আমার কাছে এখনও রহস্য হয়েই রয়ে গিয়েছে৷
No one believed me, I have been shouting since Kedarnath promotions,that how they two are completely madly in love!! When suddenly Sara dumped Sushant,Sushant unfollowed her and deleted all his instagram! It affected him a lot #SushantSinghRajput
— JabTakHaiCinema (@ajay36mittal) August 20, 2020
কঙ্গনার এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় তাঁকে ব্যাপকভাবে ট্রোলের মুখে পড়তে হয়৷ লেখা হয়, সব ব্যাপারে নিজের কথা বলতে চান অভিনেত্রী৷ কেউ আবার বলেন যে, আর কত নিচু হবেন আপনি? কেউ বা শুধুই হৃতিক লিখে হাসির ইমোজি দেন!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।