#মুম্বই: এই মুহূর্তে দেশে সবথেকে আলোচ্য বিষয় JNU-হামলা! কেউ পক্ষে, কেউ বিপক্ষে... কিন্তু প্রতিক্রিয়া জানাচ্ছেন দেশের সর্বস্তরের মানুষ! বাদ যায়নি বলিটাউনও। মঙ্গলবার রাতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হাজির হন দীপিকা পাডুকন৷ JNU-এর বাম ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে, পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন জানান 'ছপক' অভিনেত্রী। এবার মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত। তাঁর মত, 'JNU-হামলাকে জাতীয় ইস্যু বানাবেন না, দোষীদের শাস্তি দিন!' তিনি জানান, '' JNU-তে হামলা নিয়ে তদন্ত চলছে। এই বিষয়টি পরিস্কার যে বিশ্ববিদ্যালয়ে দুটি ভাগ রয়েছে--JNU ও ABVP। কলেজ জীবনে এই 'গ্যাং ওয়ার' বিষয়টি খুবই সাধারণ! আমি নিজে মহিলা হস্টেলে থেকেছি, দেখেছি বয়েজ হস্টেলের কিছু ছাত্র দিনেদুপুরে প্রকাশ্যে খুন পর্যন্ত করে!'
মনিকার্ণিকা অভিনেত্রী আরও জানান, '' একবার একটি ছেলে তাড়া খেয়ে মহিলা হস্টেলে ঢুকে পড়ে! মহিলা হস্টেলের ম্যানেজার তাঁকে বাঁচিয়েছিল!' তাঁর বক্তব্য, '' এই সমস্ত 'গ্যাং ওয়ার' নিয়ন্ত্রণ করে কিছু শক্তিশালী এবং মারাত্মক ভয়ঙ্কর কিছু 'মাথা', এই সমস্ত লড়াই থেকে দু'পক্ষই কিন্তু আহত হয়! কাজেই এই সমস্ত বিষয়কে জাতীয় সমস্যা না করে, পুলিশের উচিৎ কিছু সন্দেহভাজনকে আটক করে আসল সত্যটা উদঘাটন করা। রাস্তা-ঘাট হোক কী কলেজ...এইসমস্ত মানুষের দেখা সর্বত্র মেলে, এই বিষয়টা এতটাই তুচ্ছ যে জাতীয় সমস্যা হওয়ার যোগ্য নয়!''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।