#মুম্বই: এবার প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর সঙ্গে নিজের তুলনা করলেন কঙ্গনা রানাওয়াত। দাবি করলেন শ্রীদেবীর পরে যদি কেউ কমেডি চরিত্রে ভালো অভিনয় করে থাকেন তাহলে সেটা স্বয়ং তিনিই। বৃহস্পতিবার কঙ্গনার জনপ্রিয় ছবি 'তেনু ওয়েডস মেনু'-র ১০ বছর পূর্ণ হল। আর সেই দিন সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্য করলেন অভিনেত্রী।
কঙ্গনা টুইট করেন, "আমি অদ্ভুত এবং নিউরোটিক চরিত্রেই আটকে ছিলাম। এই ছবি আমার কেরিয়ারে পরিবর্তন আনে। মেনস্ট্রিম ছবিতে আমার প্রবেশ হয়, তাও আবার এই কমেডি চরিত্রে অভিনয় করে। কমেডি ছবির চরিত্রে আরও নিজেকে তৈরি করি কুইন ও ডাট্টোর হাত ধরে। কমেডি ছবির ক্ষেত্রে তাই কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর পরেই আমি আছি।"
I was stuck in edgy/neurotic roles, this film changed the trajectory of my career, was my entry in to mainstream that too with comedy, with Queen and Datto I strengthened my comic timing and became the only actress after legendary SriDevi ji to do comedy #10yearsoftanuwedsmanu https://t.co/WMXgPdi781
— Kangana Ranaut (@KanganaTeam) February 25, 2021
পরিচালক আনন্দ এল রাইকে অন্য একটি টুইটে ধন্যবাদ জানান তিনি। কঙ্গনা লিখেছেন, "আনন্দ এল রাই ও আমাদের লেখক হিমাংশু শর্মাকে আমি ধন্যবাদ জানাই। ওরা স্ট্রাগলিং পরিচালক হিসেবে এসেছিল। আমি ভেবেছিলাম আমি ওদের কেরিয়ার তৈরি করে দেব। কিন্তু ওরাই আমার কেরিয়ার তৈরি করে দিলেন। কেউ বলতে পারে না, কোন ছবি ভালো হবে আর কোনটা ভালো হবে না। সবই ভাগ্যের উপরে।"
তেনু ওয়েডস মেনু-তে অভিনয় করেছিলেন অভিনেত্রী স্বরা ভাস্করও। সেই স্বরার সঙ্গে প্রায়ই টুইট বচসায় জড়ান অভিনেত্রী। এছাড়াও ছিলেন আর মাধবন, জিমি শেরগিল।
প্রসঙ্গত, কিছুদিন আগে নিজেকে মেরিল স্ট্রিপের সঙ্গে তুলনা করেছেন কঙ্গনা। তিনি লিখেছেন, "একজন পারফর্মার হিসাবে আমি যে রেঞ্জের অভিনয় করি, তাতে করে এই মুহূর্তে আমার মতো আর একজনও এই পৃথিবীতে নেই৷ আমার মধ্যে মেরিল স্ট্রিপের মতো প্রতিভা রয়েছে৷ যা আমার চরিত্রের বিভিন্ন স্তর দেখলেই বোঝা যায়৷ পাশাপাশি আমি অ্যাকশনের দক্ষতা ও গ্ল্যামার গ্যাল গ্যাদতের সঙ্গেই তুলনীয়৷"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kangana Ranaut