#মুম্বই: শহরে শীত এসেছে । আপব সাগরের তীরেও থার্মোমিটারের পারদ নামছে হু হু করে । আর এই শীতে নরম রোদকে সঙ্গী করে, তার উষ্ণতাকে নিজের শরীরে মেখে নেওযার মতো মজা আর কিসে আছে । সেই আরাম উপভোগ করতে তৈরি তারকারাও ।
কঙ্গনা রানাওয়াত । বলিউডের বিতর্কিত রানি তিনি । একদিকে যেমন দূর্দান্ত অভিনয়ের জোরে পকেটে পুরেছেন জাতীয় সম্মান, তেমনই আবার নায়িকা স্পষ্টবক্তাও । বলিউডের অন্দরমহল থেকে শুরু করে দেশের যে কোনও রাজনৈতিক কর্মকাণ্ডেই তাঁকে মুখ খুলতে দেখা গিয়েছে সাম্প্রতিককালে । প্রকাশ্যেই মহারাষ্ট্রের শিবসেনা সরকারের বিরোধিতা করেছেন তিনি । কেন্দ্রীয় সরকারের কোলে ঝোল টেনে কথা বলেছেন । সে সব নিযে বিতর্ক হয়েছে অনেক । আবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যু, স্বজনপোষণ, বলিপাড়ার মাদক কাণ্ড সবেতেই সামনের সারিতে এসে কথা বলতে দেখা গিয়েছে কঙ্গনাকে ।
View this post on Instagram
এ বার অবশ্য নতুন কোনও বিতর্কের সূত্রপাত করেননি নায়িকা । বরং পোস্ট করেছেন একটি বোল্ড ছবি । ছবিতে দেখা যাচ্ছে সমুদ্রের বিচে বসে রয়েছেন কঙ্গনা । সমুদ্রের ঢেউ দেখছেন আনমনে । ফিতে বাঁধা বিকিনিতে ইনস্টাগ্রামের উষ্ণতা বাড়াচ্ছেন হিমাচলের পাহাড়ী কন্যা । যদিও ছবিটা বেশ পুরনো । মেক্সিকোর টুলুম দ্বীপে তোলা ছবিটি ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kangana Ranaut, Mexico