Home /News /entertainment /

ইন্টারনেট কাঁপাল ‘কলঙ্ক’-এর টাইটেল ট্র্যাক, চোখের পলক পড়বে না আড়াই মিনিট

ইন্টারনেট কাঁপাল ‘কলঙ্ক’-এর টাইটেল ট্র্যাক, চোখের পলক পড়বে না আড়াই মিনিট

Pic: YouTube

Pic: YouTube

  • Share this:

    #মুম্বই: করণের ‘কলঙ্ক’ ছবি নিয়ে আগে থেকেই কৌতুহল ছিল গোটা বলিউডের ৷ একে তো এই ছবি মাল্টিস্টারার, তার ওপর পিরিয়ড ড্রামা ৷ ঠিক কীরকম লুক হবে ‘কলঙ্ক’-এর তা নিয়ে অনেকেই অধীর আগ্রহে বসেছিলেন ৷ তবে করণ জোহর হতাশ করেননি তাঁদের ৷ ইনস্টাগ্রামে  প্রকাশ করেছিলেন এই ছবির টিজার ৷ আর তাতেই বাজিমাত করেছে এই ছবি ৷ এবার সামনে এল ছবির টাইটেল ট্র্যাক ৷ বাজি রেখে বলা যায় আড়াই মিনিট চোখের পলক পড়বে না ৷ অরিজিৎ সিং আর শিল্পা রাওয়ের গলা আর ঝাঁ চকচকে সেট, যেন মিলেমিশে তাক লাগিয়ে দিয়েছে ৷ পর্দায় বেশিরভাগ সময়েই উপস্থিত হয়েছেন বরুণ-আলিয়া ৷ তাঁদের অনস্ক্রিন দুর্দান্ত কেমেষ্ট্রি দেখে মন ভরে যায় ৷ তবে আদিত্য রায় কাপুর, সোনাক্ষী সিনহা, মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত সকলের উপস্থিতিই মন ছুঁয়ে যায় ৷ আগামী ১৭ এপ্রিল মুক্তি পাবে এই ছবি ৷

    First published:

    Tags: 'Kalank', Title track

    পরবর্তী খবর