হোম /খবর /বিনোদন /
শাহরুখ প্রোপজ করেননি বলেই কি কাজল বিয়ে করেছিলেন অজয়কে ! সত্যি জানালেন অভিনেত্রী

শাহরুখ প্রোপজ করেননি বলেই কি কাজল বিয়ে করেছিলেন অজয়কে ! সত্যি জানালেন অভিনেত্রী !

photo source collected

photo source collected

অজয় দেবগণের সঙ্গে বিয়ে না হলে কি কাজল বিয়ে করতেন শাহরুখকে ?

  • Last Updated :
  • Share this:

#মুম্বই:  এ যেন একেবারে 'কুছ কুছ হোতা হ্যায়'-এর গল্প।  শাহরুখ সেই ছবিতে কাজলকে প্রোপজ না করে রানিকে ভালবাসার কথা জানিয়েছিলেন। আর তাতেই অভিমান করে সব ছেড়ে চলে গিয়েছিলেন কাজল। তবে এই ছবিতে শেষ পর্যন্ত কাজলকে আই লাভ ইউ বলেই ফেলেন শাহরুখ। তাই আর সলমনের সঙ্গে বিয়ে করা হয়নি কাজলের। কিন্তু বাস্তবের ছবিটা কিন্তু একেবারে আলাদা।

শাহরুখ ও কাজল বলিউডের সেরা রোমান্টিক জুটির একটি । 'দিল ওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে', 'বাজিগর', 'কুছ কুছ হোতা হ্যায়', 'মাই নেম ইস খান' এর মতো একের পর এক হিট ছবি রয়েছে এই জুটির। বাস্তব জীবনে শাহরুখ কাজল খুব ভাল বন্ধু। কিন্তু দর্শক সব সময় এই দুজনকে স্বামী-স্ত্রী হিসেবে দেখতে চেয়েছে। যদিও শাহরুখ আগে থেকেই বিয়ে করেছেন গৌরিকে। আর কাজল অজয় দেবগণের ঘরনি। গত বছর ইনস্টাগ্রামের একটি গেম শো তে কাজলকে এক ভক্ত প্রশ্ন করেছিল, "অজয় দেবগণের সঙ্গে বিয়ে না হলে কি আপনি শাহরুখ কে বিয়ে করতেন?" তাতে মজা করে কাজল বলেছিলেন, " ও তো আমায় কখনো প্রোপজ করেনি। প্রপোজ করলে ঠিক ভেবে দেখতাম।" কাজল আর শাহরুখ এত ভাল বন্ধু যে তাঁরা অনায়াসে নিজেদের নিয়ে মজা করতে পারেন। তবে তাঁদের মধ্যে প্রেমটা কোনও দিনই ছিল না।

Published by:Piya Banerjee
First published:

Tags: Bollywood, Kajol, Shahrukh Khan