#মুম্বই: কাজল। বলিউডের সব থেকে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। তাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ গোটা বলিউড। যে ছবিতেই কাজল থাকেন সে ছবি প্রাণবন্ত হয়ে ওঠে তাঁর অভিনয় দক্ষতায়। বলিউডে সব থেকে রোমান্টিক জুটির মধ্যে একটি শাহরুখ-কাজলের জুটি। তাঁরা 'দিল ওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে', 'কুছ কুছ হোতা হ্যায়', 'বাজিগড়'-এর মতো একের পর এক হিট ছবি করেছেন। কাজল বিয়ে করেছেন অজয় দেবগনকে। তাঁদের দুই সন্তান নিয়ে সুখের সংসার। কাজল অভিনেত্রী তনুজা ও সমু মুখোপাধ্যায়ের মেয়ে। কাজলের বাবা বাঙালি ছিলেন।
১৯ জুন কাজলের বাবার জন্মদিন। ২০০৮ সালে ৬৪ বছর বয়সে মারা যান কাজলের বাবা। আজ তাঁর জন্মদিনে একটি ছবির কোলাজের ভিডিও বানিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করলেন অভিনেত্রী। তাঁর বাবা সিনেমার স্টোরি রাইটার ও প্রোডিউসার ও পরিচালক ছিলেন। কাজল ভিডিওতে বলেছেন, "আমার জীবনে বাবার গুরুত্ব সব সময় অনেক বেশি। বাবা আমার কাছে একটা অন্য জগত। বাবা যখনই আমার দিকে তাকিয়ে হাসতেন তখনই আমি সব সাহস পেয়ে যেতাম।" বাবার জন্মদিনে কাজলের এই পোস্ট দেখে ফ্যানেরা প্রশংসায় ভরিয়েছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।