• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • 'মোদি'-তে গান লিখিনি ! ট্যুইট জাভেদ আখতারের

'মোদি'-তে গান লিখিনি ! ট্যুইট জাভেদ আখতারের

 • Share this:

  #মুম্বই: বৃহস্পতিবারই মুক্তি পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক- এর ট্রেলার। শৈশব থেকে কৈশোর পেরিয়ে নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হয়ে ওঠার জার্নি ফুটে উঠেছে ছবির পরতে পরতে। ট্রেলারের শেষে দেখানো হয়েছে সমস্ত কলাকুশলীদের নাম। সেখানেই চমক ! গানের লিরিক্স বিভাগে প্রসূন জোশী, সমীর-এর সঙ্গে রয়েছে জাভেদ আখতারের নাম! অথচ, বর্ষীয়াণ লিরিসিস্ট ট্যুটারে জানিয়েছেন, তিনি এই ছবির জন্য কোনও গান লেখেননি!

  rwgerhgeh

  ছবিতে মোদির চরিত্রে অভিনয় করছেন বিবেক ওবেরয়। সাক্ষাৎকারে তিনি জানান, '' আমার কাছে মোদিজি অনুপ্রেরণার উৎস। তিনি এমন একজন ব্যক্তিত্ব... যদি ভাবেন কিছু করবেন, সেই ভাবনা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে, তাহলে কোনও প্রতিবন্ধকতাই তাঁকে নিজের লক্ষ্যে পৌঁছনোর থেকে আটাকতে পারে না! ''

  First published: