Home /News /entertainment /

জাহ্নবীর 'ফার্স্ট লাভ' এই প্রজন্মরই এক নায়ক !

জাহ্নবীর 'ফার্স্ট লাভ' এই প্রজন্মরই এক নায়ক !

 • Share this:

  #মুম্বই: তিনি কী খেতে ভালবাসেন ? কোথায় ঘুরতে যেতে পছন্দ করেন ? কাঁরা তাঁর বন্ধু ? তাঁর বিউটি সিক্রেট কী ? শ্রীদেবী-কন্যা জাহ্নবীকে নিয়ে আসমুদ্র হিমাচলের উত্তেজনা তুঙ্গে! কিন্তু জাহ্নবীর প্রথম ভালবাসার মানুষ কে? সম্প্রতি ‘কফি উইথ করন’-এ সেই সিক্রেটই ফাঁস করলেন জাহ্নবী।

  শোয়ের ওই এপিসোডে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্জুন কাপুর আর জাহ্নবী। সেখানে অর্জুন সরাসরি স্বীকার করে নেন, তিনি আর সিঙ্গল নন। প্রেমের সম্পর্কে রয়েছেন। আর তার পরই মালাইকার সঙ্গে অর্জুনের সম্পর্কের জল্পনা আরও দৃঢ় হয়েছে। সেখানেই নিজের প্রথম ভালবাসার কথা স্বীকার করেন জাহ্নবীও। করণ তাঁর কাছে চারটে অপশন খুলে দেন--ভরাজকুমার রাও, ভিকি কৌশল, নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং আয়ুষ্মান খুরানা। প্রশ্ন করেন, এঁদের মধ্যে কাকে জাহ্নবী সম্মান করেন? জাহ্নবীর উত্তর ছিল ভিকি এবং রাজকুমার। আর 'ফার্স্ট লাভ' ? জাহ্নবীর মুখে তখন লাজুক হাসি! ঠোঁটে রাজকুমার রাও-র নাম।

  আরও পড়ুন-দীপিকার অমতে এই নায়িকাকে রিসেপশনে আমন্ত্রণ জানালেন রণবীর

  First published:

  Tags: Bollywood, Celebrity, First love, Gossip, Janhvi Kapoor, Rajkumar Rao

  পরবর্তী খবর