Home /News /entertainment /
‘মায়ের ভাগ খুশির সঙ্গেও শেয়ার করতাম না’, অকপট জানালেন জাহ্নবী

‘মায়ের ভাগ খুশির সঙ্গেও শেয়ার করতাম না’, অকপট জানালেন জাহ্নবী

‘ধড়ক’ মুক্তি পাওয়ার ঠিক আগেই দুবাইয়ে এক আত্মীয়ের বিয়েতে গিয়ে সেখানেই বাথটবে পড়ে মারা যান শ্রীদেবী । মায়ের মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছিলেন আদরের কন্যা জাহ্নবী ।

 • Share this:

  #মুম্বই: মায়ের বিকল্প সারা পৃথিবীতে নেই ৷ মায়ের গুরুত্ব বোঝাতে কোনও শব্দই যথার্থ নয় ৷ মাদার্স ডে -তে বলিউডের সেলিব্রিটিদের পোস্ট সুপার ভাইরাল হয়েছে ৷ অক্ষয় কুমার থেকে মাধুরী দীক্ষিত নেনে, জাহ্নবী কাপুর থেকে ক্যাটরিনা কাইফের মাতৃ বন্দনা ৷ আবগঘন মুহূর্তরা যেন বারেবারে মায়ের গুরুত্ব আরও বুঝিয়ে দিচ্ছে ৷ মা ছাড়া জীবন কতখানি অসহায়, তিনিই বোঝেই যিনি মায়ের থেকে দূরে আছেন ৷ শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুরের কাছে মা ছিলেন খুবই কাছের । মায়ের আদরের ‘জানু’ অকালেই মা’কে হারিয়েছেন । এমনকি শ্রীদেবী দেখে যেতে পারেননি মেয়ের প্রথম বলিউড ছবিও । ‘ধড়ক’ মুক্তি পাওয়ার ঠিক আগেই দুবাইয়ে এক আত্মীয়ের বিয়েতে গিয়ে সেখানেই বাথটবে পড়ে মারা যান শ্রীদেবী ।

  মায়ের মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছিলেন আদরের কন্যা জাহ্নবী । তাই তাঁর স্মৃতিতে বারবারই ঘুরে ফিরে আসেন মা শ্রীদেবী । মাদার্স ডে-তে আরও খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়লেন নায়িকা । শেয়ার করলেন পুরোনো ছবি । ছবিতে দেখা যাচ্ছে মায়ের স্নেহের বাহুডোরে রয়েছেন জাহ্নবী । পিছনে দাঁড়িয়ে খুশি । সেই ছবিতে মজা করে জাহ্নবী লেখেন, ‘সে সময় মায়ের জড়িয়ে ধরার ভাগও আমি খুশিকে দিতে চাইতাম না ।’

  View this post on Instagram

  A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) on

  Published by:Simli Raha
  First published:

  Tags: Janhvi Kapoor, Khushi Kapoor, Sridevi

  পরবর্তী খবর