Home /News /entertainment /
মায়ের স্মৃতি আঁকড়ে দিন কাটছে জাহ্নবী কাপুরের

মায়ের স্মৃতি আঁকড়ে দিন কাটছে জাহ্নবী কাপুরের

Photo Courtesy : Instagram Handle/Sridevi

Photo Courtesy : Instagram Handle/Sridevi

মাকে হারিয়েছেন মাসখানেক আগে ৷ এই মুহূর্তে নিজের প্রথম ছবির মুক্তি অপেক্ষায় দিন গুনছেন জাহ্নবী কাপুর ৷

 • Share this:

  #মুম্বই: মাকে হারিয়েছেন মাসখানেক আগে ৷ এই মুহূর্তে নিজের প্রথম ছবির মুক্তি অপেক্ষায় দিন গুনছেন জাহ্নবী কাপুর ৷ যেই সময় মাকে সব থেকে বেশি প্রয়োজন ছিল, সেই সময়েই সেই স্থান রয়ে গেছে শূন্য ৷ আপাতত মায়ের স্মৃতি আঁকড়ে এগিয়ে চলেছেন জাহ্নবী ৷

  এরমধ্যেই ভাইরাল হল শ্রীদেবী-জাহ্নবীর এক পুরনো ভিডিও ৷ মা এবং মেয়ের সম্পর্ক যে কতটা মধুর ছিল, তারই প্রমাণ এই ভিডিও ৷ তখনও অভিনয় শুরু করেননি শ্রীদেবী কন্যা ৷ ধীরে ধীরে নিজেকে গড়ে তোলার কাজ চালাচ্ছেন ৷ তার ভবিষ্যত পরিকল্পনার কথা জানতে চাওয়া হলে, ভাঙা ভাঙা হিন্দিতে তিনি উত্তর দিচ্ছিলেন ৷ কিন্তু ভুল হিন্দি বলার থেকে তাকে বাঁচিয়ে দেন মা শ্রীদেবী ৷ মেয়ের হিন্দি উচ্চারণ নিয়ে শ্রীদেবী নিজেই মজা করতে শুরু করেন ৷ অস্বস্তি থেকে মুক্তি পান জাহ্নবী ৷

  সত্যি, মা ছাড়া এভাবে মেয়েকে কে আগলে রাখবেন ৷ মা নেই , কিন্তু মায়ের কথা সব সময়ই মনে পড়ে জাহ্নবীর ৷ এখন শুধু অপেক্ষা প্রথম ছবি থেকেই যেন মায়ের মত বলিউডে ছাপ রাখতে পারেন শ্রীর মেয়ে ৷

  First published:

  Tags: Dharak, Janhvi first film, Janhvi Kapoor, Sridevi

  পরবর্তী খবর