#মুম্বই: বলিউডের পরিবর্তী জেনারেশনের মধ্যে তাঁর নাম একেবারে প্রথমের সারিতেই আসবে ৷ শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপূর এখন বি-টাউনে নিজের জায়গা বেশ পাকা করে নিয়েছেন ৷ একের পর এক বিগ বাজেটের ছবিতে সই করছেন তিনি ৷ শুধু তাই নয়, জাহ্নবীর অভিনয়ের পাশাপাশি তাঁর ফ্যাশন স্টেটমেন্ট, তাঁর নাচ, এমনকি জাহ্নবীর মিষ্টি ব্যবহারও ভক্তদের দারুণ পছন্দের ৷ সম্প্রতি ‘ঘোস্ট স্টোরি’তে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয় ৷ এরপর তাঁকে বড় পর্দায় দেখা যাবে ‘গুঞ্জন সাক্সেনা’র চরিত্রে ৷ অভিনয়ের পাশাপাশি অবশ্য নাচেও তুখড় নায়িকা ৷ তিনি যে ‘ডান্সিং ডিভা’ শ্রীদেবীরই মেয়ে তা বোঝা যায় তাঁর প্রতিটি স্টেপেই ।
View this post on Instagram
তবে বর্তমানে অভিনয়, নাচ, ফ্যাশন...এসব কিছুই না বরং সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা হচ্ছে জাহ্নবীর সন্তানকে নিয়ে । কারণ প্রিয় বান্ধবীর একটি প্রশ্নের উত্তরে সোশ্যাল মিডিয়ায় স্পষ্টই জানু জানিয়েছেন, তাঁর সন্তান চাই । সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছিলেন জাহ্নবী । সেই ছবির ক্যাপশন ছিল, ‘আমি তোমার দিকেই তাকিয়ে আছি, কিড ।’ ছবিতে নায়িকার প্রিয় বান্ধবী তানিশা সন্তোষী কমেন্ট করেন, ‘তুমি কি কিড চাও ।’ এই প্রশ্নের উত্তরে কোনও দ্বিধা না করেই জাহ্নবী জবাব দেন, ‘ইয়েস ।’ এতেই ভাইরাল হয়ে যায় দুই বান্ধবীর এই কথোপকথন ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Janhvi Kapoor