#মুম্বই: অভিনেত্রী জাহ্নবী কাপুর (Jhanvi Kapoor) এখন বলিউডের সব চেয়ে চর্চিত মুখ। তিনি যা-ই করেন তা নিয়েই চর্চা শুরু হয়। সোশ্যাল মিডিয়াতেও ভীষণ অ্যাক্টিভ থাকেন। ফলে তিনি শুধু রুপোলি পর্দার স্টার তা নন, তিনি এখন সোশ্যাল মিডিয়া স্টারও বটে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া স্টার অন সানডেতে ( Social Media Star on Sunday) তিনি একটি সাক্ষাৎকারের জন্য এসেছিলেন। সেই সময় বিহাইন্ড দ্য সিন ভিডিওয় দেখা গিয়েছে তিনি কারও সঙ্গে অনলাইন টেক্সট করতে ব্যস্ত হয়ে পড়েন। সেই সময়ে তাঁকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনুষ্ঠানের হোস্ট জেনিস সেকুয়েরা (Janice Sequera)।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, জাহ্নবী সোফায় বসে কারও সঙ্গে টেক্সটে কথা বলতে ব্যস্ত রয়েছেন, সেই সময় অনুষ্ঠানের হোস্ট জেনিস এই বিষয়টিকে লেন্সবন্দি করেন এবং জাহ্নবীকে জিজ্ঞেস করতে থাকেন যে তিনি কী করছেন, কার সঙ্গে কথা বলছেন? জাহ্নবী যখন কোনও উত্তর দিচ্ছেন না, তখন তিনি বলে ওঠেন, “জাহ্নবী তুমি কেন এমন ব্যবহার করছো?” অভিনেত্রীর কাছে জেনিস আবার জানতে চান তিনি কার সঙ্গে কথা বলছেন, তখন জাহ্নবী জেনিসের দিকে একটু তাকিয়ে ব্লাশ করতে শুরু করেন। এই ঘটনার ভিডিও সোশ্যালে শেয়ার হতেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। নেটাগরিকরা এইসব দেখে মনে করছেন হয় তো কারও প্রেমে পড়েছেন অভিনেত্রী, কিন্তু সেটা বলতে চাইছেন না।
View this post on Instagram
জাহ্নবী কাপুর বলিউডের নামী প্রযোজক বনি কাপুর (Boney Kapoor) ও শ্রীদেবীর (Sridevi) কন্যা। ধড়ক (Dhadak) ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন জাহ্নবী। এই ছবিতে তাঁর অভিনয় ভীষণ প্রশংসিত হয়। এছাড়াও তাঁকে জোয়া আখতারের (Zoya Akhtar) শর্ট ফিল্ম গোস্ট স্টোরিজে (Ghost Stories) দেখা গিয়েছে। শরণ সাক্সেনার ছবি গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্লেও (Gunjan Saxena: The Kargil Girl) প্রধান চরিত্রে ছিলেন জাহ্নবী। দু'টি ছবিই Netflix OTT প্ল্যাটফর্মে মুক্তি পায়। এর পর তাঁকে রুহি (Roohi) ছবিতে দেখা গিয়েছিল। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন রাজকুমার রাও (Rajkummar Rao) । সামনে আরও দু'টি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। একটি গুড লাক জেরি (Good Luck Jerry) ও অন্যটি দোস্তানা ২ (Dostana 2)।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Janhvi Kapoor