corona virus btn
corona virus btn
Loading

হোম ড্যান্সারের খোঁজ করছেন জ্যাকলিন! নাচের ভিডিও বানিয়ে পোস্ট করুন, জিতুন লাখ টাকা !

হোম ড্যান্সারের খোঁজ করছেন জ্যাকলিন! নাচের ভিডিও বানিয়ে পোস্ট করুন, জিতুন লাখ টাকা !
photo source Instagram

হট পোশাকে ফের 'বড় লোকের বিটি লো' নাচলেন জ্যাকলিন ! হোম ড্যান্সারের খোঁজ করছেন তিনি

  • Share this:

#মুম্বই: লকডাউনের জন্য বাড়িতে বন্দি দেশবাসী। করোনা মিকাবিলাতেই এই পথে হাঁটতে হচ্ছে দেশকে। এমন পরিস্থিতি এর আগে ভারতবর্ষ দেখেনি। সিনেমা, সিরিয়াল থেকে শুরু অফিস, দোকানপাট, স্কুল সব বন্ধ। কিন্তু এই সময় মন ভাল রাখাটাও জরুরি। এবার সকলের মন ভাল রাখতে এবং বাড়িতে বসেই নিজের প্রতিভা বিকাশের পথ দেখালেন অভিনেত্রী জ্যাকলিন।

কয়েক দিন আগেই জনপ্রিয় হয়েছে জ্যাকলিন ও বাদশার মিউজিক ভিডিও 'গেন্দা ফুল'। সেখানে 'বড় লোকের বিটি লো' বাংলা ফোক সংয়ে নেচে ভাইরাল হন জ্যাকলিন। এবার এই নাচেই নতুন দিশা দেখাচ্ছেন জ্যাকলিন। লকডাউনে বাড়িতে বসে নাচুন নিজের পছন্দের গানে। সেই নাচের ভিডিও পাঠিয়ে দিন 'ডিসনি হটস্টার'-এ। হোম ড্যান্সার প্রতিযোগিতায় অংশ নিন ঘরে বসে। এই নতুন প্রতিযোগিতা চালু করলো 'ডিসনি হটস্টার'। সেখানেই জাজ হয়েছেন জ্যাকলিন। আপনার নাচ পছন্দ হলে আপনি জিততে পারেন লাখ টাকা।

জ্যাকলিন তাঁর বাড়িতে ক্যামেরা অন করে নাচলেন বড়লোকের বিটি লোর তালে। ভিডিও পোস্ট করে তিনি সকলকে এই প্রতিযোগিতায় অংশ নিতেও বললেন। লকডাউনে নিজের মন ভাল রাখতে ও ট্যালেন্টকে তুলে ধরতে এই শো বেশ জনপ্রিয় হবে বলেই ভাবছেন অভিনেত্রী।

Published by: Piya Banerjee
First published: May 15, 2020, 9:22 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर