Home /News /entertainment /
পারিবারিক অশান্তি ? সলমনকে প্রকাশ্যে ঘুষি মারতে এলেন বোন অর্পিতার স্বামী আয়ূষ

পারিবারিক অশান্তি ? সলমনকে প্রকাশ্যে ঘুষি মারতে এলেন বোন অর্পিতার স্বামী আয়ূষ

আচমকা কী হল? সলমনকে প্রকাশ্যে ঘুষি মারতে দৌড়ে এলেন আয়ূষ

  • Share this:

#মুম্বই: বোন অর্পিতাকে পাগলের মত ভালবাসেন সলমন খান, অর্পিতাও 'ভাইজান' বলতে অজ্ঞান! অর্পিতার স্বামী আয়ূষ শর্মার সঙ্গেও সলমনের সম্পর্ক খুব-ই ভাল! কিন্তু আচমকা কী হল? সলমনকে প্রকাশ্যে ঘুষি মারতে দৌড়ে এলেন আয়ূষ! সল্লু মিঞাও দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবার পাত্র নন! পাথরের মতো শক্ত হাতে বাঘের থাবার মতো পাঞ্জায় আটকে দিলেন আয়ূষের ঘুষি!দেখুন সেই ভিডিও--

কিন্তু প্রশ্ন হল, হঠাৎ করে ভগ্নিপোতের সঙ্গে ভাইজানের সম্পর্ক বিগড়াল কেন? পারিবারিক ঝগড়া? না কি অন্য কোনও কারণ? তবে খোলসা করেই বলা যাক! মারকাটারি অ্যাকশন সিকোয়েন্সটি বাস্তবে ঘটেনি, ঘটেছে পর্দায়! সদ্য মুক্তি পেয়েছে সলমনের আগামী ছবি অন্তিম-এ তাঁর লুক। একজন শিখ পুলিস অফিসারের ভূমিকায় দেখা মিলবে সলমন খানের। এবার সলমন খানের প্রযোজনা সংস্থা এসকেএফের তরফে সামনে এল সিনেমার টিজার, যেখানে ভগ্নিপোত আয়ূষ শর্মার সঙ্গে সম্মুখ সমরে খান!

অন্তিম-এ সলমন যেখানে একজন পুলিশ অফিসার, আয়ূশকে দেখা যাবে কুখ্যাত গ্যাংস্টার-এর চরিত্রে!

২০১৮ সালের মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’-এর অনুপ্রেরণায় তৈরি ‘অন্তিম’, পরিচালক মহেশ মঞ্জরেকর।ছবিতে ধনঞ্জয় নামের গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করছেন আয়ুষ। সলমন খানের চরিত্রের নাম সুরজিৎ সিং গিল। সলমন ও আয়ুষ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে নিকিতিন ধীর ও হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মহিমা মাকওয়ানাকে। প্রথমে নাকি মহিমার চরিত্রে ‘বালিকা বধূ’ খ্যাত অভিকা গরের অভিনয় করার কথা ছিল। পরে মহিমাকে বেছে নেওয়া হয়। সমস্ত কিছু ঠিকঠাকভাবে এগোলে আগামী বছরের অগাস্টে মুক্তি পাবে 'অন্তিম'।

Published by:Rukmini Mazumder
First published: