• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ক্যান্সারের সঙ্গে লড়াই শেষ, বাড়িতে মৃত্যু বিখ্যাত বলি গীতিকারের

ক্যান্সারের সঙ্গে লড়াই শেষ, বাড়িতে মৃত্যু বিখ্যাত বলি গীতিকারের

অঙ্কুশ ইতনি শক্তি দেনা হামে দে না দাতা-র মতো জনপ্রিয় গানটি লেখেন অভিলাষ৷

অঙ্কুশ ইতনি শক্তি দেনা হামে দে না দাতা-র মতো জনপ্রিয় গানটি লেখেন অভিলাষ৷

অঙ্কুশ ইতনি শক্তি দেনা হামে দে না দাতা-র মতো জনপ্রিয় গানটি লেখেন অভিলাষ৷

 • Share this:

  #মুম্বই: ক্যান্সারের সঙ্গে লড়াই থামল৷ চলে গেলেন বলিউডের বিখ্যাত গীতিকার ও লেখক অভিলাষ (Abhilash)৷ সোমবার ভোর ৪ টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷  লিভারের ক্যান্সারে ভুগছিলেন। যার পরে তার লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি চলছিল। তবে তাঁর অবস্থার অবনতি হওয়ায় প্রতিস্থাপন করা সম্ভব হয়নি৷ মুম্বইয়ে প্রয়াত হন বিশিষ্ট এই গীতিকার৷

  'লাল চুড়া' (১৯৭৪), 'সাওয়ান কো আনে দো' (১৯৭৯), 'অঙ্কুশ' (১৯৮৬)-এর মতো ছবির জন্য গান লিখেছেন অভিলাষ। দু’দিন আগে তাঁর লিভার ক্যান্সারে আক্রান্তের খবর প্রকাশিত হয়েছিল। এই বছরের মার্চ মাসে, অভিলাশের পেটের অস্ত্রোপচার করা হয়েছিল। তারপরে, তার হাঁটতে সমস্যা হতে শুরু হয়। অভিলাষ মুম্বইয়ের গোরেগাঁওয়ে তাঁর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

  Songwriter Abhilash Songwriter Abhilash

  তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ১৫ থেকে ২০ জন৷ তবে তাঁর মেয়ে ও জামাই বেঙ্গালুরুতে থাকেন৷ তাই তাঁরা শেষ সময় এসে পৌঁছতে পারেননি৷

  কালশ্রী পুরষ্কারে ভূষিত হন অভিলাশ৷ অঙ্কুশ ছবির গান 'ইতনি শক্তি হমে দেনা দাতা' আজও খুব বিখ্যাত। এই গানটি আজও অনেক বিদ্যালয়ের প্রার্থনার গান হিসেবে ব্যবহার করা হয়। উল্লেখ্য যে গানটি বিশ্বজুড়ে ৮ টি ভাষায় অনুবাদ করা হয়েছে। এই গানটি ছাড়াও অভিলাশের 'তুমহারি ইয়াদ কো সাগর মে', 'সংসার হ্যায় এক নদিয়া' এবং 'সঙ্ঘ ভাই ঘর আ যা'-এর মতো গানগুলিও বেশ জনপ্রিয় ছিল।

  Published by:Pooja Basu
  First published: