#মুম্বই: জীবন-মৃত্যুর কিনাড়ায় দাঁড়িয়েছিলেন একজন । সেখান থেকেই লড়াই করে গিয়েছেন । প্রাণপণ চেষ্টা করেছিলেন জীবনের মূল স্রোতে ফিরে আসার । কিন্তু পারেননি । মারণ রোগের কাছে হার স্বীকার করে নিতে হয়েছিল ইরফান খানকে । চলে গিয়েছেন বলিউডের অন্যতম শক্তিশালী এই অভিনেতা ।
সম্প্রতি জানা গিয়েছে, আরও একজন বলি স্টার আক্রান্ত এই ভয়ঙ্কর রোগে । ফুসফুসের স্টেজ থ্রি ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত । এখনও মুম্বইয়েই প্রাথমিক চিকিৎসা সারছেন তিনি । তারপরেই আমেরিকায় উড়ে যাওয়ার কথা রয়েছে সঞ্জুর । এই পরিস্থিতিতে ইরফান খানের ছেলে বাবিল শেয়ার করলেন পুরনো দিনের কথা ।
ইনস্টাগ্রামে ইরফান ও সঞ্জয়ের একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন তিনি । ‘নক-আউট’ ছবিতে সঞ্জু আর ইরফান একসঙ্গে কাজ করেছিলেন । বাবিল স্মৃতি রোমন্থন করে লেখেন, একদিন তাঁর বাবার ক্যান্সারের সংবাদ পেয়ে কী ভাবে সবার আগে সাহায্যের ঝুলি নিয়ে এগিয়ে এসেছিলেন সঞ্জু । পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমকে অনুরোধ করেন, সঞ্জয়ের অসুস্থতা নিয়ে ভুল বা বিভ্রান্তিমূলক খরব না ছড়ানোর জন্য । তাঁকে এই কঠিন লড়াই লড়তে সাহায্য করার জন্যও মিনতি করেন তিনি ।
এর আগে সঞ্জয়ের স্ত্রী মান্যতাও একাধিক অফিসিয়াল বিবৃতিতে সঞ্জয়ের অসুস্থতা নিয়ে গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করেন সংবাদ মাধ্যমের কাছে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Babil, Cancer, Irrfan Khan, Sanjay Dutt