Home /News /entertainment /
প্রয়াত মাকে শেষ দেখা হল না ! বিদেশে আটকে ইরফান খান

প্রয়াত মাকে শেষ দেখা হল না ! বিদেশে আটকে ইরফান খান

Irfan Khan

Irfan Khan

লকডাউনের কারণে বিদেশে আটকে ইরফান খান ৷ মায়ের শেষকৃত্যে পৌঁছতে পারলেন না তিনি ৷

 • Share this:

  #মুম্বই: প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের মা সইদা বেগম ৷ বয়স হয়েছিল ৯৫ বছর ৷ রাজস্থানের জয়পুরে তাদের বাসভবনেই শনিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ গত কয়েকমাস ধরে তাঁর শারীরিক অবস্থা ঠিক ছিল না ৷ এদিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ এমন অবস্থায় মায়ের সঙ্গে শেষ দেখাটুকুও হল না অভিনেতা ছেলের৷

  লকডাউনের কারণে বিদেশে আটকে ইরফান খান ৷ মায়ের শেষকৃত্যে পৌঁছতে পারলেন না তিনি ৷ ২০১৮ সালে ক্যানসার ধরা পড়ার পর চিকিৎসার জন্য বিদেশ পাড়ি দেন ইরফান ৷ মাঝে শুধু ‘আংরেজি মিডিয়াম’ শ্যুটিং’য়ের জন্য কয়েকদিনের জন্য দেশে ফিরেছিলেন তিনি ৷ তারপর চিকিৎসার প্রয়োজনেই তাঁকে ফের বিদেশে ফিরতে হয় ৷ অন্যদিকে, বিশ্ব জুড়ে চলছে করোনা দাপট ৷ সেই জন্যই পৃথিবীর বিভিন্ন দেশে লকডাউন ৷ ভারতে বন্ধ আন্তর্জাতিক বিমান ওঠা নামা ৷ এই কারণেই জয়পুরে মায়ের শেষকৃত্যে পৌঁছতে পারলেন না ইরফান ৷

  জানা গিয়েছে, নবাবের পরিবারের সঙ্গে সম্বন্ধ ছিল ইরফানের মা সইদা বেগমের ৷ অভিনেতার মায়ের প্রয়াণের খবরে পিকু পরিচালক সুজিত সরকার সহ একাধিক অভিনেতা অভিনেত্রী সমবেদনা জানিয়েছেন ইরফানকে ৷

  Published by:Elina Datta
  First published:

  Tags: Angrezi Medium Actor, Irrfan Khan, Irrfan Khan's Mother Passes Away

  পরবর্তী খবর