• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • আইফা অ্যাওয়ার্ডে সম্মানিত ইরানের আবেগঘন ট্যুইট, পড়ুন

আইফা অ্যাওয়ার্ডে সম্মানিত ইরানের আবেগঘন ট্যুইট, পড়ুন

File Photo

File Photo

আইফার মঞ্চে ডাকা হলো ইরফানের নাম ৷ হিন্দি মিডিয়াম ছবির জন্য তিনিই পেলেন সেরা অভিনেতার পুরস্কার ৷ এতেই দারুণ অভিভূত ইরফান ৷

 • Share this:

  #মুম্বই: আইফার মঞ্চে ডাকা হলো ইরফানের নাম ৷ হিন্দি মিডিয়াম ছবির জন্য তিনিই পেলেন সেরা অভিনেতার পুরস্কার ৷ এতেই দারুণ অভিভূত ইরফান ৷ বেশ কিছু মাস তিনি অসুস্থ ৷ লন্ডনে চিকিৎসা চলছে তাঁর ৷ গত সপ্তাহেই একটি সর্বভারতীয় দৈনিকে তিনি জানিয়েছিলেন তাঁর চিকিৎসরার কথা, তাঁর এই মুহূর্তের মনের অবস্থার কথা ৷ আইফা অ্যাওয়ার্ডের পর আবার তিনি তাঁর প্রতিক্রিয়া জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

  আরও পড়ুনযখন দেখা হল নিক আর পরিনীতি চোপড়ার...

  আইফা কর্তৃপক্ষ তো বটেই , তিনি ধন্যবাদ জানিয়েছেন তাঁর সব ভক্তদের তাঁর পাশে থাকার জন্য ৷ হিন্দি মিডিয়াম ছবির জন্য তিনি পেয়েছেন সেরা অভিনেতার তকমা ৷ তাঁর হয়ে এই পুরস্করটি নিয়েছিলেন ছবির নির্দেশক সকেত চৌধুরি ৷ এরই মধ্যে মুক্তির অপেক্ষায় ইরফানের নতুন ছবি কারওয়া ৷ ৩রা অগস্ট মুক্তি পাবে ছবি ৷ সেই ছবির দেখতেই অধীর আগ্রহে বসে রয়েছেন ইরফান ভক্তরা ৷

  First published: