Home /News /entertainment /
পোজ দিতে গিয়ে গাউন পরে গাছের উপরে উঠলেন আমিরকন্যা ইরা!

পোজ দিতে গিয়ে গাউন পরে গাছের উপরে উঠলেন আমিরকন্যা ইরা!

 • Share this:

  #মুম্বই: এখনও বড় পর্দায় আসেননি ৷ কিন্তু তাতেই যা চমক দেখাচ্ছেন আমির খানের মেয়ে ইরা, তাতে বেশ বোঝা যাচ্ছে বি-টাউনের সেনসেশন হয়ে ওঠা তাঁর কাছে শুধুই সময়ের অপেক্ষা ৷ তবে ইরা পর্দায় অভিনয়ের থেকে বেশি উৎসাহী ক্যামেরার পিছনে থেকে নির্দেশনা দেওয়ায় ৷ এমনকি সেলুলয়েডের থেকে বেশি মঞ্চ তাঁকে টানে ৷ তবে যাই হোক না কেন, পুরুষ হৃদয়ে ঝড় তুলতে তাঁর জুড়ি মেলা ভার ৷ নানারকম হটকে ফোটোশ্যুট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন ইরা ৷ আর ইরার ছবি বাজারে পড়তে না পড়তেই হট কেকের মতো ভাইরাল হতে বেশি সময় নেয় না ৷ এই তো, দিন দুয়েক আগে পাহাড়ের কোলে নিজের উন্মক্ত উরুর ছবি পোস্ট করেছিলেন তিনি ৷ আজ আবার একটি ট্রি-হাউসের মাথায় উঠে ছবি তুলেছেন তিনি ৷ লাল গাউন পরে তাঁকে দেখতেও লাগছে মোহময়ী ৷ ছবিটি পোস্ট করে ইরা জানিয়েছেন, ছোট থেকেই এর রকমই একটা ট্রি-হাউসের খুব ইচ্ছা রয়েছে তাঁর ৷

  Published by:Simli Raha
  First published:

  Tags: Ira Khan

  পরবর্তী খবর