১৯ বছর হয়ে গেল। ব্লক বাস্টার ছবি কভি খুশি কভি গম মুক্তি পেয়েছে। ফ্যামিলি ড্রামার এমন চরম সাফল্য সেবারে অনেকদিন পর দেখতে পেয়েছিল বলিউড। আর ছিলেন ছবির স্টারেরা। কে নেই ছবিতে। সেই কারণেও ভারতীয় জনপ্রিয় ছবির ইতিহাসে এটি একটি মাইলস্টোন হয়ে আছে। আজও সেই ছবির অংশ, সংলাপ, গান, মুখে মুখে ফেরে মানুষের। অমিতাভ বচ্চনের নাচ দেখে আজও নেচে ওঠে ভারতবাসী। কিন্তু শুধু ভারতবাসী বললে ভুল হবে, বিশ্বের মানুষও এই ছবির গানের ভক্ত সে কথা আবারও প্রমাণিত হয়েছে একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে।
ফেসবুকে ইতিমধ্যে অসংখ্যা মানু্ষ সেটি দেখেছেন। রয়েছে ইউটিউবেও। বোলে চুড়িয়া গানটিতে নেচেছেন এক ইন্দোনেশিয়ার সুন্দরী। পর্দায় করিনা কাপুর আর হৃত্বিক রোশনকে এই গানে নাচতে দেখা গিয়েছিল। আর এখানে সেই একই গানে নাচছেন তিনি। শুধু নাচছেন না, করিনা কাপুরের পরা জামাটাও যেন একেবারে কপি করে নিয়েছেন তিনি। তবে শুধু করিনার মতো নন। ভিডিওতে রয়েছেন ছবির সমস্ত স্টারের ডামিরাও। হৃত্বিক রোশন, শাহরুখ খান, কাজল, জয়া বচ্চনের নকলেরা। তাঁদের দেখে তো হতবাক হয়ে গিয়েছেন সকলে। এমনকী ছবির প্রতিটা ক্যামেরা অ্যাঙ্গেল এখানে একই রকমের রয়েছে। ফলে যেন মনে হচ্ছে ছবিটাই রিমেক করা হয়েছে।