#মুম্বই: ছাত্র সংঘর্ষে উত্তাল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। ঘটনায় দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এবার এই বিষয়ে সরব হয়েছেন অভিনেত্রী টুইঙ্কল খান্না ৷ এদিন ট্যুইট করে ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন,‘ এই দেশে যেখানে মনে হয় পড়ুয়াদের তুলনায় গরুকে বেশি নিরাপত্তা দেওয়া হয়, সেই দেশ এবার মাথানত করতে নারাজ ৷ হিংসা দিয়ে মানুষের কন্ঠ রোধ আর করা যাবে না ৷ এর জেরে দেশে আরও প্রতিবাদ, ধর্মঘট বাড়বে ৷ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাবে ৷’
এর আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয়ে সরব হয়েছেন টুইঙ্কল খান্না ৷ অক্ষয় কুমারকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জানিয়েছিলেন,‘আমি আপনার ও আপনার স্ত্রী টুইঙ্কলের ট্যুইটার দেখি ৷ মাঝে মাঝে মনে হয় আপনার পারিবারিক জীবন নিশ্চয় বেশ শান্তিপূর্ণ কারণ উনি সমস্ত রাগ আমার উপর ট্যুইটারে প্রকাশ করেন ৷ ফলে এই ভাবে আমি আপনার কাজে আসি ৷’
রবিবার গার্লস হস্টেলে ঢুকে মুখ ঢাকা দৃষ্কৃতীরা তাণ্ডব চালায়। মাথা ফাটল ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের। আক্রান্ত অধ্যাপক সুচরিতা সেনও। হামলার অভিযোগ এবিভিপির বিরুদ্ধে। যা তারা মানতে নারাজ। তাদের পালটা অভিযোগ বাম ছাত্রসংগঠনের দিকে।
ফি বৃদ্ধির প্রতিবাদে, গত প্রায় ২ মাস ধরে আন্দোলনে জেএনইউয়ের পড়ুয়ারা। রবিবার সেই আন্দোলনকারীদের উপরই হামলার অভিযোগ।
India,where cows seem to receive more protection than students, is also a country that now refuses to be cowed down. You can’t oppress people with violence-there will be more protests,more strikes,more people on the street. This headline says it all. pic.twitter.com/yIiTYUjxKR
— Twinkle Khanna (@mrsfunnybones) January 6, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: JNU Violence, Twinkle Khanna, Twinkle Khanna On JNU Attack