#মুম্বই: এই মুহূর্তে নেট দুনিয়ায় ঝড় তুলেছেন বলিটাউনের অভিনেত্রী জুহি চাওলা। তোলপাড় তুলেছে নায়িকার একটি 'হট' ভিডিও। কোটি কোটি ভিউ, শেয়ার, লাইক...
ভিডিওটিতে দেখা যায় পোশাক বদলাচ্ছেন নায়িকা। হ্যাঁ ঘটেছে এমনটাই ! তবে গোড়া থেকেই শুরু করা যাক। সবুজে মোড়া কোনও একটি জায়গায় ঘুরছিলেন নায়িকা। আচমকাই শুরু হয়ে যায় বৃষ্টি। কী করবেন ? দৌড়ে একটি পরিত্যক্ত কাঠের বাড়িতে ঢুকে পড়েন হলুদ লং ফ্রকে লাস্যম্যী জুহি। চারপাশ ফাঁকা, কেউ নেই, জামাটা ভিজে গিয়েছে... অতঃপর পোশাক বদলাতে থাকেন নায়িকা। স্পষ্ট হয়ে ওঠে নায়িকার সিক্ত পিঠ... এমন সময়েই সাসপেন্স... ওই কাঠের বাড়িতে একা ছিলেন না নায়িকা। সেখানে উপস্থিত ছিলেন আরও একজন...কাঠে দরজার ফাঁক থেকে তিনি দেখতে থাকেন নায়িকাকে।
দেখুন ভিডিও--
এই মুহূর্তে নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল জুহি চাওলার এই ভিডিও। তবে, এই ভিডিওটি এখনকার নয়। ১৯৯৩ সালের সুপারডুপার হিট ছবি 'ডর'-এর একটি দৃশ্য। ২৬ বছর বাদে ফের নেট দুনিয়ায় ফিরে এল জুহির সেক্সি ভিডিও। প্রমাণ করল, এতবছরেও জুহি ম্যাজিক এতটুকু ফিঁকে হয়নি।